হাইস্কুলের সুইটহার্টকে বিয়ে করেন ভারতের তারকা ক্রিকেটার, তাঁর স্ত্রী এখন কোটি টাকার ব্যবসায়ী, কে এই ক্রিকেটার?
Krishanu Mazumder
শনিবার, 02 আগস্ট 2025
1
8
আইপিএল ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল তাঁর জন্য়ই। শ্বাসরুদ্ধ ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতার জন্য শেষ বলে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল মাত্র দু’রান।
2
8
সেই রান তিনি করতে না পারায় ধোনির দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় রোহিত শর্মার মুম্বই। দলের প্রয়োজনে মাত্র দু’রান করতে না পারার হতাশায় ভেঙে পড়েছিলেন শার্দুল ঠাকুর।
3
8
সেই শার্দূল ঠাকুর এখন ইংল্যান্ডে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। দীর্ঘদিনের প্রেমিকা মিতালি পারুলকরকে বিয়ে করেন শার্দূল।
4
8
১৯৯২ সালে মুম্বইয়ে জন্ম মিতালির। স্কুলে পড়ার সময়ে শার্দুলের সঙ্গে তাঁর পরিচয়। প্রথমে বন্ধুত্ব। পরে সেই বন্ধুত্ব গড়িয়ে যায় প্রেমে।
5
8
শার্দূল এবং মিতালি পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে নিজেদের কেরিয়ার গড়ার দিকে মন দেন। শার্দূল বেছে নেন ক্রিকেট। মিতালি ঝোঁকেন অন্য পেশায়।
6
8
২০২০ সালে মুম্বইয়ে একটি বেকারি খোলেন মিতালি। শুধুমাত্র মহিলাদেরকেই এই বেকারির কাজে নিযুক্ত করেছিলেন তিনি। মুখরোচক সব খাবার পাওয়া যায় তাঁর এই বেকারিতে। কোটি টাকার ব্যবসা করেন তিনি।
7
8
২০২১ সালের নভেম্বরে শার্দূলের সঙ্গে বাগদান সম্পন্ন হয় মিতালির। হয় আংটিবদলও।
8
8
২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শার্দূল ও মিতালির বিয়ে হয়।