Four banks that are still offering special Fixed Deposit check now Four banks that are still offering special Fixed Deposit check now

দেশের এই চারটি ব্যাঙ্ক স্পেশাল ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশের বেশি সুদ দেবে, জেনে নিন এখনই

img

ফিক্সড ডিপোজিট মানেই হল সঠিক সময়ে বিনিয়োগ করে সেখান থেকে ভাল রিটার্ন হাতে পাওয়া। চারটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট নিয়ে স্পেশাল অফার ঘোষণা করেছে। জেনে নিলে সুবিধা হবে সকলের।

img

আরবিআই রেপো রেট নিয়ে পদক্ষেপ নিয়েছে। তারপর বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়েছে। তবে চারটি ব্যাঙ্ক সেই পথে হাঁটেনি। তারা স্পেশাল ফিক্সড ডিপোজিটে সুদের হার ঘোষণা করেছে।

img

ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশাল ফিক্সড ডিপোজিটে স্পেশাল অফার দিয়েছে। এখানে সময় রয়েছে ৩০০ এবং ৪০০ দিন। এখানে সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.০৫ শতাংশ হারে সুদ পাবেন। এই সময় তারা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে।

img

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিটে সুদের হার ভাল রেখেছে। এরা ৩৩৩ দিন এবং ৫৫৫ দিনের জন্য সময়ে ৭.৭২ এবং ৭.৪৫ শতাংশ হারে সুদ রেখেছে। এর সময় রয়েছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।

img

আইডিবিআই ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য জেনারেল সিটিজেনরা ৭.৩৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৮৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৮ শতাংশ হারে সুদ দেবে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এর সময় রয়েছে।

img

এসবিআই অমৃত বৃষ্টি স্কিম ৪৪৪ দিনের জন্য সুদের হার দিয়েছে ৭.০৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫৫ শতাংশ। তবে তারা কোনও ডেডলাইন দেয়নি।

img

প্রতিটি ব্যাঙ্ক প্রায়ই নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করে থাকে। তবে সেগুলিতে বিনিয়োগ করার আগে ভাল করে জেনে নিতে হবে। নাহলে লাভের টাকা ঘরে ঢুকবে না।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি আপনি কোনও লোকসানের শিকার হন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।