আজকাল ওয়েবডেস্ক: “জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি, জানি বন্ধু জানি…তোমার আছে তো হাতখানি”- ১৯১৮ সালের সুরুলে থাকতে এই গানটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একশো বছর পেরিয়েও সেই গান যে মানুষের জীবনে কতখানি প্রাসঙ্গিক তা ফের একবার প্রমাণিত হল আমেরিকার একটি ঘটনায়।
2
9
মিশিগান লেকের ধারে ছুটি কাটাতে গিয়েছিলেন দুই বন্ধু মিচেল ও’ব্রায়ান এবং ব্রিয়ান সিকা। দু’জনেই পরস্পরকে নিজেদের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে মনে করতেন। কিন্তু এই ছুটি যে তাঁদের জীবন এমন ভাবে পাল্টে দেবে স্বপ্নেও ভাবেননি তাঁরা।
3
9
লেকের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎই বালিতে পা কিছুটা ঢুকে যায় মিচেলের। কী হচ্ছে বুঝতে না বুঝতেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বালিতে হাঁটু পর্যন্ত ডুবে যান তিনি। অতল গর্তের মতো সেই বালির গহ্বরে ঢুকে আসতে থাকে জলও।
4
9
মিচেল নিজেই বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। দু’জনেই বুঝতে পারেন যে চোরাবালিতে পা দিয়েছেন মিচেল।
5
9
আর অপেক্ষা করেননি সঙ্গী ব্রিয়ান। তৎক্ষণাৎ ফোন করে জরুরি ভিত্তিতে প্রশাসনের সাহায্য চান তিনি। ১৫ মিনিটের মধ্যেই চলে আসেন উদ্ধারকর্মীরা। তবুও তাঁরা আসতে আসতে কোমর পর্যন্ত বালিতে ডুবে গিয়েছিলেন মিচেল।
6
9
শেষ পর্যন্ত উদ্ধারকর্মীদের সহায়তায় চোরাবালি থেকে বার করে আনা হয় মিচেলকে। একটি মার্কিন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মিচেল জানান, তাঁর মনে হচ্ছিল আর বোধহয় প্রাণে বাঁচবেন না তিনি। কারণ, যত বেশি বালি সরানোর চেষ্টা তিনি করছিলেন, যেন আরও বেশি বালি গিলে নিচ্ছিল তাঁকে।
7
9
কিন্তু এই জীবন মৃত্যুর টানাপোড়েনের মধ্যেই ঘটে এমন একটি ঘটনা যা দুই বন্ধুর জীবনকে আমূল বদলে দেয়। যখন ব্রিয়ান প্রশাসনকে সব জানাচ্ছিলেন, তখন তিনি মিচেলের নাম উল্লেখ করে তাঁকে তাঁর প্রেমিক বলে অভিহিত করেন। এতেই চমকে যান মিচেল।
8
9
সাক্ষাৎকারে মিচেল জানান, দুই বছর পরস্পরকে ‘বেস্ট ফ্রেন্ড’ বললেও তিনি মনে মনে ব্রিয়ান কে ভালবেসে ফেলেছিলেন। কিন্তু সাহস করে বলতে পারেননি। কিন্তু এই জীবন নিয়ে টানাটানির মধ্যে ব্রিয়ানের কথা শুনে মন ভরে যায় তাঁর।
9
9
উদ্ধারের পর তিনিও নিজের মনের কথা খুলে বলেন। দেখা যায় দু’জনেই দু’জনকে ভালবাসেন। উদ্ধারকাজে আসা দমকল কর্মীরাও বিষয়টি নিয়ে বেশ খুশি, তাঁদের কথায়, লুকোনো চোরাবালিই লুকোনো ভালবাসা প্রকাশ্যে এনে দিল।