কেরিয়ারে উন্নতি, টাকাপয়সায় ভরবে জীবন! নাকি পিছু ছাড়বে না অশান্তি? বুধবারের রাশিফল জানুন

img

আজকাল ওয়েবডেস্ক: আজ বুধবার, ২৭ নভেম্বর পঞ্জিকা অনুসারে অঘ্রাণ মাসের কৃষ্ণা দ্বাদশী তিথি। আজ একাধিক শুভ যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? কাদের জীবনে আসবে দুর্ভোগ? জেনে নিন আজকের রাশিফল।

img

মেষ রাশি- আজ খানিকটা অস্থির থাকবেন। পারিবারিক সমস্যা হতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। সব জায়গায় বুঝেশুনে কথা বলুন।

img

বৃষ রাশি- আজ কোনও সুখবর শুনতে পারেন।অতীতের কিছু ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পেতে পারেন।

img

মিথুন রাশি- আজ সহজেই সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। অযথা কোনও কিছুতে জড়িয়ে পড়বেন না, অন্যথায় সেটি আপনার সমস্যা বাড়িয়ে তুলবে। কর্মব্যস্ততা থাকবে।

img

কর্কট রাশি- পুরনো বন্ধুর তরফে বিনিয়োগ সম্পর্কিত পরিকল্পনা নিয়ে আসতে পারে। তবে কারওর পরামর্শে বিনিয়োগ করবেন না। গুরুত্বপূর্ণ কথা বলার সময়ে বুঝেশুনে বলুন।

img

সিংহ রাশি- উন্নতির পথ খোলা থাকবে। পরিবারের কোনও সদস্যকে নিয়ে খারাপ অনুভূতি হতে পারে। নতুন কোনও কাজ শুরু করার জন্য শুভ সময়।

img

কন্যা রাশি- আজ ব্যবসায়ে বুঝেশুনে বিনিয়োগ করুন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করলে চলবে না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

img

তুলা রাশি- নতুন প্রতিপক্ষ তৈরি হতে পারে।পারিবারিক সমস্যার প্রতি মনোযোগ দিন। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য শুভ দিন।

img

বৃশ্চিক রাশি- কারও কাছ থেকে টাকা ধার করা এড়িয়ে চলুন। এতে সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও প্রজেক্ট দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা শুরু হতে পারে। প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

img

ধনু রাশি- বাবার স্বাস্থ্যের প্রতি নজর দিন। সন্তানের শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন। যে কোনও অমীমাংসিত কাজ শেষ হতে পারে।

img

মকর রাশি- কোনও বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। অনেক দিনের কোনও অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন।

img

কুম্ভ রাশি- দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজনে আনন্দের পরিবেশ থাকবে। পরিবারের সদস্যের সঙ্গে মত পার্থক্য হতে পারে।

img

মীন রাশি- কোনও কাজের জন্য আপনাকে অন্যের উপর নির্ভর করতে হবে না। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের নতুন প্রতিপক্ষ হতে পারে। পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন।