আজকাল ওয়েবডেস্ক: গ্ৰহ নক্ষত্রের গতিবিধি আপনার রোজের জীবনকে কীভাবে প্রভাবিত করবে রাশিফল সেই বিষয়ে ধারণা দেয়। জানুন আজ ১০ই অগ্ৰহায়ণ, ১৪৩১ একাদশী তিথি, ইংরেজির ২৬শে নভেম্বর ২০২৪। নক্ষত্র, কুন্ডলী, গ্রহের অবস্থান, দশা অনুযায়ী আপনার দিন কেমন কাটবে।দেখে নিন।
1
12
মেষ: সঞ্চয় করা নিয়ে আলোচনা করার সময় আজ। কোনও দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর পেতে পারেন। নিজের ভাললাগার কোনও কাজে সময় দিন। নতুন সম্পর্ক শুরু হতে পারে।
2
12
বৃষ: এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে লাভবান হবেন। আপনাকে অযথা পরিশ্রম করতে হবে কিছু অমীমাংসিত কাজের জন্য। যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা।
3
12
মিথুন: দীর্ঘদিন ধরে চলতে থাকা চাকরি ও ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যার সমাধান পাবেন। অভিজ্ঞতা অর্জন করলে আপনি উন্নতি করবেন। সন্তানের জন্য সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে ভাল সময় কাটবে।
4
12
কর্কট: নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আজ। প্রতিপক্ষের সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকুন। সাফল্য আসবেই। আপনি আপনার সামাজিক বৃত্তে পরিচিতি বাড়াতে সফল হবেন। লোকেরা আপনার কথা শুনবে এবং আপনি সমাদর পাবেন। আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
5
12
সিংহ: এই জাতক জাতিকাদের ভাগ্য আজ প্রসন্ন হবে। আপনার ব্যবসায় উন্নতি হবে। যে কোনও বিষয়ে অপ্রয়োজনীয় আলোচনা থেকে বিরত থাকুন এবং সব ধরনের বিবাদ এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে আপনার কাজে মনোযোগ দিন।
6
12
কন্যা: পারিবারিক শুভ যোগ থাকবে। সৃজনশীল কাজে আগ্রহী হবেন। প্রতিকূল পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণ করুন। পারিবারিক সমস্যার সমাধান হবে। সরকারি সাহায্যও পাওয়া যাবে। দুপুরের পর হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সাফল্য পাবেন।
7
12
তুলা: সমস্যার সঠিক সমাধান না পাওয়ায় মানসিক অশান্তি থাকবে আজ দিনভর। কাছাকাছি বা দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান পিছিয়ে যেতে পারে। ব্যবসায়িক বিষয়ে লাভবান হবে এবং আপনার ভবিষ্যৎ বিষয়ে কোনও পরিকল্পনা সফল হতে পারে।
8
12
বৃশ্চিক: বাড়তি খরচকে এড়িয়ে চলুন। পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম বা দর্শন আলোচনায় সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে।
9
12
ধনু: প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। বিদেশ ফেরত বন্ধুর বাড়িতে আগমনে আনন্দ লাভ। শত্রু থেকে সাবধান হন। সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি। পেটের সমস্যা বাড়বে। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
10
12
মকর: শারীরিক কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনও বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। প্রেমের সম্পর্কের জন্য আজ ভাল দিন।
11
12
কুম্ভ: আজকের দিনটা মিশ্র ভাব থাকবে এই রাশির।লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে।
12
12
মীন: নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি হবে আজ। সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে। বিবাহের শুভ যোগ রয়েছে। বিলাসিতার জন্য অর্থব্যয়ের সম্ভাবনা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও ছোটদের পড়াশোনায় অগ্রগতির যোগ। বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।