টাকাপয়সা থেকে পরিবারে শান্তি! সপ্তাহের প্রথম দিন ঘুরবে ভাগ্যের চাকা? জানুন ২৫ নভেম্বরের রাশিফল

img

আজকাল ওয়েবডেস্ক: আজ সোমবার, ২৫ নভেম্বর পঞ্জিকা অনুসারে অঘ্রাণ মাসের কৃষ্ণা দশমী তিথি। আজ একাধিক শুভ যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? কাদের জীবনে আসবে দুর্ভোগ? জেনে নিন আজকের রাশিফল।

img

মেষ রাশি- আজ সহায় থাকবে ভাগ্য। কোনও কাজ নিয়ে দুশ্চিন্তায় থাকলে তা কেটে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। বাড়িতে অতিথি আসতে পারে।

img

বৃষ রাশি- সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাতে পারেন। আর্থিক পরিস্থিতির দিকে খেয়াল রাখুন৷ কোনও বিশেষ কারণে ঋণ নিতে হতে পারে৷ স্বাস্থ্যের অবহেলা করলে চলবে না৷

img

মিথুন রাশি- আজ মিথুন রাশির জন্য লাভজনক হতে চলেছে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন৷ অনেক দিনের অমীমাংসিত কাজ সম্পূর্ণ করতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। কোনও বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন।

img

কর্কট রাশি- কর্মক্ষেত্রে বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। অফিসে শত্রুকে চেনার চেষ্টা করুন৷ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কাজের জগতে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

img

সিংহ রাশি- তাড়াহুড়ো করতে গিয়ে কাজে ভুল হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার শেষ করতে পারবেন। দিনভর কর্মব্যস্ততা থাকবে। অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন।

img

কন্যা রাশি- আজ কন্যা রাশির বেশ আনন্দের সঙ্গে দিন কাটবে। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। দাম্পত্য কলহ হতে পারে৷ কাজের চাপের প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে।

img

তুলা রাশি- আজকের দিনটি তুলা রাশির জন্য জটিল হতে চলেছে। কাজের দুশ্চিন্তায় মানসিক চাপ বাড়বে। তবে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করুন।

img

বৃশ্চিক রাশি- কোনও কাজে সমস্যার সম্মুখীন হলে সমাধান করতে পারবেন। পরিবারে শান্তি থাকবে। উন্নতির পথে আসা বাধা দূর হবে। নতুন বাড়ি, দোকান কেনার যোগ রয়েছে।

img

ধনু রাশি- পরিবারের কোনও সদস্যের কাছ থেকে হতাশাজনক খবর শুনতে পারেন৷ সঙ্গীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে৷ সম্পত্তি সংক্রান্ত বড় পদক্ষেপ নিতে পারেন।

img

মকর রাশি- আজ মকর রাশির জন্য ব্যয়বহুল দিন হতে চলেছে। সমাজে সম্মান বাড়বে। লাগামছাড়া খরচে রাশ টানতে হবে৷ কর্মক্ষেত্রে সহকর্মীকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না।

img

কুম্ভ রাশি- আয়ের উৎস বাড়বে৷ সন্তানদের কাছ থেকে ভাল খবর শুনতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোনও কাজ শুরু করতে পারেন৷ প্রতিপক্ষের পরিকল্পনা বুঝতে শিখুন।

img

মীন রাশি- কাজের কারণে ক্লান্তিবোধ হতে পারে। অফিসের রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খেয়াল রাখুন।