মানসিক শান্তি বজায় থাকবে নাকি অর্থ কষ্টে জীবনের গতি হবে ধীর, জানুন আজ ২৪শে নভেম্বরের রাশিফল

img

গ্ৰহ নক্ষত্রের গতিবিধি আপনার রোজের জীবনকে কীভাবে প্রভাবিত করবে রাশিফল সেই বিষয়ে ধারণা দেয়। জানুন আজ ৪ঠা অগ্ৰহায়ণ, ১৪৩১, কৃষ্ণপক্ষ রবিবার , ইংরেজির ২৪শে নভেম্বর ২০২৪। আপনার নক্ষত্র, কুন্ডলী, গ্রহের অবস্থান, দশা অনুযায়ী আপনার দিন কেমন কাটবে।দেখে নিন।

img

মেষ: ব্যবসা ভাল চলবে। লাভের পরিমাণ বাড়বে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। কোনও দামি উপহার পেতে পারেন। প্রেমের জন্য আজ দিনটি ভাল।

img

বৃষ: কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হওয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবেন। ব্যক্তিত্বের দিকে নজর দেবেন। উৎসাহ নিয়ে কাজ করবে। সমন্বয় কার্যক্রম বৃদ্ধি করবে। স্বাস্থ্যের উন্নতি হবে ও মনোবল বাড়বে।

img

মিথুন: প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভাল হবে। দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। ব্যবসায় আশাতীত লাভ হতে পারে। চাকরির চেষ্টা যাঁরা করছেন, ইন্টারভিউ কল পেতে পারেন আজ, নিঃসঙ্কোচে এগিয়ে যান। উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন। ব্যবসা বাড়ানোর জন্য পুরনো পন্থা ত্যাগ করুন।

img

কর্কট: আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। সাফল্যের নতুন দিশা খুলে যাবে আজ। আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে।

img

সিংহ: আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। ভালো কাজের প্রচেষ্টায় গতি পাবে। ক্যারিয়ার উন্নতির দিকে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বাধা দূর হবে।

img

কন্যা: কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে। গুরুত্বপূর্ণ চুক্তি সফল হবে। লক্ষ্যে পৌঁছে অর্জিত হবে সফলতা। নিয়ন্ত্রিত ঝুঁকি নেওয়ার কথা ভাববে। আত্মীয়-স্বজনের সঙ্গে বিনোদন ভ্রমণে যাবেন। পারিবারিক বিষয়গুলো মিটে যাবে। সম্পর্ক প্রত্যাশার চেয়ে ভালো হবে।

img

তুলা: লক্ষ্যমাত্রার প্রতি মনোযোগ বাড়বে। অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে। আপনি শিল্প এবং ব্যবসায় আকর্ষণীয় সুযোগ পাবেন। প্রিয়জনের যোগাযোগ বাড়বে। সম্পর্কের উন্নতি ঘটবে। সবাই খুশি হবে। পেশা ও ব্যবসার প্রসার ঘটতে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।

img

বৃশ্চিক: চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। জলপথ এড়িয়ে চলুন। বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে। শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন না।

img

কুম্ভ: আপনাকে আপনার সন্তানের কার্যকলাপের উপর কড়া নজর রাখতে হবে। কোনও অপরিচিত ব্যক্তির পরামর্শের শিকার হবেন না। পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদনের কারণে পরিবেশ মনোরম হবে।

img

মীন: আপনার কাজের গতি হবে দ্রুত, যা দেখে আপনার সহকর্মীরাও খুশি হবেন। স্বাস্থ্যের বিষয়ে কোনও অসাবধানতা এড়িয়ে চলুন। তাড়াহুড়ো করে কাউকে কিছু বলবেন না। সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন।

img

ধনু: শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার আগে চিন্তা করতে হবে। আজ টাকা নষ্ট হতে পারে। কিছু চুরি যেতে বা হারাতে পারে। ব্যবসায় বিপদ থেকে উদ্ধার লাভ। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন।

img

মকর: পরিবারের সদস্যদের সমর্থন থাকবে। সবার প্রতি সম্মান করবেন। পেশাগত বিষয় পেন্ডিং এড়িয়ে চলুন। লক্ষ্যে মনোযোগ বজায় রাখুন। কাজের গতি ভালো হবে। নীতিমালা মেনে চলবেন। কাছের মানুষের পরামর্শ নিয়ে কাজ করবেন।