সপ্তাহান্তে অর্থ-স্বাস্থ্য নিয়ে চিন্তা, নাকি বাড়বে দুর্ভোগ? জানুন ২৩ নভেম্বরের রাশিফল

img

আজকাল ওয়েবডেস্ক: আজ শনিবার, ২৩ নভেম্বর পঞ্জিকা অনুসারে অঘ্রাণ মাসের কৃষ্ণা অষ্টমী তিথি। আজ একাধিক শুভ যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? কাদের জীবনে আসবে দুর্ভোগ? জেনে নিন আজকের রাশিফল।

img

মেষ রাশি: বাড়িতে অতিথি আসতে পারে। সন্তানদের থেকে ভাল খবর শুনতে পাবেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন।  

img

বৃষ: পছন্দের কোনও হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন। বাড়িতে কিছু নতুন বৈদ্যুতিক যন্ত্রপাতি আনতে পারেন। দূরের কোনও পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে যেতে পারেন। 

img

মিথুন: পারিবারে সুখ থাকবে। যানবাহনের কারণে আর্থিক ব্যয় বাড়তে পারে। নিজে যাচাই না করে অন্যের কথায় বিশ্বাস করবেন না। 

img

কর্কট: আজ যে কোনও কাজে সাফল্য পেতে পারেন। অপ্রত্যাশিত উপহার পেয়ে মন খুশি হবে। পরিবারে ছোটখাটো বিষয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

img

সিংহ: পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চললে তা মিটে যাবে। বাড়িতে অতিথির আগমনের কারণে আনন্দদায়ক পরিবেশ হবে। আজ কোনও সুসংবাদ পেতে পারেন।

img

কন্যা: আয় বাড়তে পারেন। স্থায়ী কর্মক্ষেত্র ছাড়াও আয়ের নতুন কোনও উৎস খুঁজে পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে। 

img

তুলা: শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি লাভের যোগ রয়েছে। কাজের বিষয়ে পরিবারের পরামর্শ পাবেন।

img

বৃশ্চিক: কাউকে যাচাই না করে বিশ্বাস করবেন না, ঠকতে পারেন। সহকর্মীদের সব কথা বলার প্রয়োজন নেই। পরিবারে অযথা তর্ক-বিবাদ এড়িয়ে চলুন।

img

ধনু: কর্মসূত্রে পরিবারের কোনও সদস্য দূরে চলে যেতে পারেন। ব্যবসায় আপনার পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটাবেন।  

img

মকর: ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। বন্ধুদের চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজনের কারণে পরিবেশ আনন্দের থাকবে।

img

কুম্ভ: সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত উত্তেজিত হতে পারেন এমন কোনও বিষয় থেকে নিজেকে বিরত রাখুন।

img

মীন: কাজে সাফল্যের পথে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করুন। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন।