When Ranbir Kapoor shared his childhood memories with Aishwarya Rai Bachchan When Ranbir Kapoor shared his childhood memories with Aishwarya Rai Bachchan

শুটিং ফ্লোরে সবার চোখের আড়ালে এ কী করতেন ঐশ্বর্য-রণবীর! ফাঁস দুই তারকার গোপন কীর্তি

img

সংবাদসংস্থা মুম্বই: 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের ঘনিষ্ট দৃশ্যে অভিনয় দেখে অনেকেই তাঁদের দু'জনের কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

img

ছবির চিত্রনাট্য অনুযায়ী প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর ও ঐশ্বর্য। বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছিল তাঁদের দু’জনকে।

img

এই বিষয়ে এক সাক্ষাৎকারে রণবীর জানান, তাঁর বাবা ঋষি কাপুরের পরিচালনায় 'আ আব লুট চলে' ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। তখন থেকেই তাঁকে চিনতেন রণবীর। ছবিতে বাবার সহকারী হিসাবে কাজ করেছিলেন রণবীর। তখন তাঁর ১৫ বছর বয়স ছিল।

img

রণবীরের কথায়, "সেটে যেতাম, সবাই অনেক বড় ছিল। কেউ সেভাবে কাজের বাইরে কথা বলত না। কিন্তু ঐশ্বর্য আমার বন্ধু হয়ে উঠেছিল। কাজের ফাঁকে চলত আমাদের আড্ডা।"

img

তাই এতবছর পর 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে নাকি হাত-পা কাঁপছিল তাঁর। অভিনেতা বলেন, ‘‘আমি তো লজ্জায় মরে যাচ্ছি, আমার হাত-পা কাঁপছে। কখনও কখনও তো তাঁর গালে স্পর্শ করতে গিয়েও আমি অস্বস্তিতে পড়েছি।’’

img

রণবীর জানান, তাঁর অস্বস্তি দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ঐশ্বর্য নিজেই। রণবীরকে কিন্তু-কিন্তু করতে দেখলেই ঐশ্বর্য বলেন, ‘‘হয়েছেটা কী তোমার! আমরা অভিনয় করছি, ঠিক করে নিজের কাজটা করো।’’

img

পাশাপাশি নিজেকেও বোঝাতেন রণবীর। তাঁর কথায়, ‘‘জীবনে আর এ রকম সুযোগ পাব না, তাই এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে!’’

img

রণবীর আরও বলেন, ‘‘ঐশ্বর্য ভীষণ ভাল এক জন শিল্পী, বড় মাপের অভিনেত্রী। পরিবার সূত্রেও আমার সঙ্গে তাঁর পরিচয় আছে। ঐশ্বর্য গোটা ভারতের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তিনি যে ভাবে আমাকে সাহায্য করেছেন, সে জন্য আমি চিরকৃতজ্ঞ।’’