পুষ্পা ২ থেকে ব্রহ্মাস্ত্র ২, যে পাঁচ প্যান-ইন্ডিয়া ছবির আগামী পর্বের জন্য উন্মাদ দর্শক

img

img

পুষ্পা ২: 'পুষ্পা: দ্য রাইজ'-এ জমাটি গল্প, গরমাগরম সংলাপের সঙ্গে পাল্লা দিয়েছিল অল্লু অর্জুনের অভিনয়। বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছিল এই ছবি। চলতি বছরে মুক্তি পেতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। এই 'পুষ্প: দ্য রুল'-এর জন্য দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। সে ছবিতে দেখানো হবে রাষ্ট্রের চোখে চোখ রেখে, আইনের সঙ্গে লুকোচুরি খেলে কীভাবে নিজের সাম্রাজ্য আরও বড় করে তুলবে 'পুষ্পা'। আগেরটির মতো এটিও যে অ্যাকশন ও গরমাগরম সংলাপে ঠাসা থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই দর্শকের।

img

কান্তারা ২ : উপকথা, আধ্যাত্মিক ও অ্যাকশন- এই তিনে মিলে তৈরি হয়েছিল 'কান্তারা'। বাকিটা ম্যাজিক। দ্বিতীয় পর্বের ঘোষণা সাড়া হতেই শোরগোল দর্শকমহলে। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয়টির সূচনা হবে ঠিক সেখান থেকেই। 'কান্তারা ২'তে লোককথা ও উপকথার গভীরে আরও খোঁজ করবে এই ছবির গল্প।

img

ব্রহ্মাস্ত্র ২ পুরাণের সঙ্গে ভালবাসা, অ্যাকশন ও ভিএফএক্স। সুপারহিট হয়েছিল 'ব্রহ্মাস্ত্র'। রণবীর, অমিতাভ, আলিয়া ছাড়াও ছিলেন নাগার্জুন, শাহরুখ খান। সিরিজের প্রথম ভাগে রণবীর কাপুর অর্থাৎ 'শিবা'র চরিত্রের উপর আলো ফেলা হয়েছিল। দর্শকের সঙ্গে পরিচয় করা হয়েছিল 'অস্ত্রভার্স'-এর। দ্বিতীয় ভাগে 'দেব' এর সঙ্গে পরিচয় হবে দর্শকের। হিসাবমতো 'শিবা'র প্রিক্যুয়েল এই ছবি। 'ব্রহ্মাস্ত্র ২' নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে।

img

কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েল চলতি বছরে বক্স অফিসে তুফান তুলেছিল প্রভাস-দীপিকা-পমিতাভ-কমল হাসন অভিনীত এই ছবি। এই ফিউচারিস্টিক ছবির গল্পের মূলে রয়েছে 'মাইথোলজি ও টেকনোলজি'। ছবির দ্বিতীয় ভাগও যে পুরাণের গল্পের সঙ্গে মিশবে ফিউচারিস্টিক গল্পের স্বাদ তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর এতেই বেড়েছে উত্তেজনা। চেনা পুরাণের গল্পকে অন্য আঙ্গিকে দেখার আগ্রহ স্বাভাবিকভাবেই চর্চা দর্শকের মধ্যে। তার সঙ্গে থাকবে ইনটেন্স টেকনোলজি।

img

সালার: ক্ষমতা,লালসা এবং প্রতিহিংসা। এই নিয়েই ছিল 'সালার'। বক্স অফিসে চমকে দিয়েছিল এই ছবি। বাঁচিয়েছিল প্রবাসের ডুবন্ত কেরিয়ারও। ‘সালার’ ছবিতে প্রভাস ছাড়াও মুখ্যচরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে। এই ছবিতে প্রভাসের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি।‘সালার’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসনকে। অপরাধ এবং দুর্নীতির জগতের নানা রন্ধ্রের সঙ্গে পরিচয় করে এই ছবি। দ্বিতীয় ভাগ যে প্রথম ভাগের তুলনায় আরও বড় ও গভীর হতে চলেছে গল্প ও অ্যাকশনে, তা নিয়ে কোনও সন্দেহ নেই দর্শকের।