প্রাক্তন দলের বিরুদ্ধে নামছেন কেএল রাহুল, নতুন কোনও সেলিব্রেশন লুকিয়ে রেখেছেন তারকা ব্যাটার?
Kaushik Roy
মঙ্গলবার, 22 এপ্রিল 2025
1
8
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে টানটান ম্যাচে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।
2
8
চলতি টুর্নামেন্টের ৪০তম ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। আইপিএলের ১৮তম সংস্করণে দ্বিতীয়বার এই দুই দল মুখোমুখি হতে চলেছে।
3
8
এবারের আইপিএলে দিল্লি এবং লখনউয়ের প্রথবারের সাক্ষাতে ম্যাচ হয়েছিল বিশাখাপত্তনমে। দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। তবে দিল্লির কাছে হার মানতে হয়েছিল লখনউকে।
4
8
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ছ’বার মুখোমুখি হয়েছে দিল্লি এবং লখনউ। তিনটি ম্যাচে দিল্লি এবং তিনটি ম্যাচে জিতেছে লখনউ। এদিন যারা জিতবে তারা এগিয়ে যাবে পরিসংখ্যানে।
5
8
এদিনের ম্যাচে নজর থাকবে লখনউ অধিনায়ক ঋষভ পন্থের দিকে। লখনউ অধিনায়ক এখনও পর্যন্ত টুর্নামেন্টে রান পাননি। এদিন ঘরের মাঠে তাঁর ব্যাটের দিকে নজর থাকবে।
দুর্দান্ত ফর্মে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার কেএল রাহুলও। প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি কেমন পারফরম্যান্স করেন সেদিকেও নজর থাকবে ক্রিকেট মহলের।
8
8
চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারিয়ে অভিনব সেলিব্রেশন করেছিলেন কেএল। এদিন প্রাক্তন দলের বিরুদ্ধে জয় পেলে কি সেরকম কোনও আইকনিক সেলিব্রেশন লুকিয়ে রেখেছেন তারকা ব্যাটার? উত্তর দেবে সময়ই।