LSG vs DC: KL Rahul out to hurt his former franchise Lucknow LSG vs DC: KL Rahul out to hurt his former franchise Lucknow

প্রাক্তন দলের বিরুদ্ধে নামছেন কেএল রাহুল, নতুন কোনও সেলিব্রেশন লুকিয়ে রেখেছেন তারকা ব্যাটার?

img

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে টানটান ম্যাচে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।

img

চলতি টুর্নামেন্টের ৪০তম ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। আইপিএলের ১৮তম সংস্করণে দ্বিতীয়বার এই দুই দল মুখোমুখি হতে চলেছে।

img

এবারের আইপিএলে দিল্লি এবং লখনউয়ের প্রথবারের সাক্ষাতে ম্যাচ হয়েছিল বিশাখাপত্তনমে। দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। তবে দিল্লির কাছে হার মানতে হয়েছিল লখনউকে।

img

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ছ’বার মুখোমুখি হয়েছে দিল্লি এবং লখনউ। তিনটি ম্যাচে দিল্লি এবং তিনটি ম্যাচে জিতেছে লখনউ। এদিন যারা জিতবে তারা এগিয়ে যাবে পরিসংখ্যানে।

img

এদিনের ম্যাচে নজর থাকবে লখনউ অধিনায়ক ঋষভ পন্থের দিকে। লখনউ অধিনায়ক এখনও পর্যন্ত টুর্নামেন্টে রান পাননি। এদিন ঘরের মাঠে তাঁর ব্যাটের দিকে নজর থাকবে।

img

নজর থাকবে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ের দিকেও। ওপেনার জেক ফ্রেসার ম্যাকগ্রুক একেবারেই ফর্মে নেই। এদিন লখনউ বোলিংয়ের সামনে তিনি ফর্মে ফিরতে পারেন কিনা নজর থাকবে সেদিকেও।

img

দুর্দান্ত ফর্মে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার কেএল রাহুলও। প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি কেমন পারফরম্যান্স করেন সেদিকেও নজর থাকবে ক্রিকেট মহলের।

img

চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারিয়ে অভিনব সেলিব্রেশন করেছিলেন কেএল। এদিন প্রাক্তন দলের বিরুদ্ধে জয় পেলে কি সেরকম কোনও আইকনিক সেলিব্রেশন লুকিয়ে রেখেছেন তারকা ব্যাটার? উত্তর দেবে সময়ই।