Thackerays To Reunite BJP says said they would welcome such a reunion Thackerays To Reunite BJP says said they would welcome such a reunion

রাজ বনাব উদ্ধব পর্ব শেষ! দুই ঠাকরের ‘পুনর্মিলন’ জল্পনায় কী বলছে বিজেপি?

img

মহারাষ্ট্রের রাজনীতি গত কয়েকবছরে সাক্ষী পরপর পালাবদলের। একদিকে মিটল শিবসেনা বনাম শিবসেনা। শিন্ডে-ঠাকরে পর্ব শেষে এবার নাকি এক হতে চলেছেন দুই ঠাকরে। দু’ জনের কথাতেই সেই ইঙ্গিত মিলেছে।

img

প্রায় দু’ দশক পরে, এই ঠাকরে ব্রাদার্সের পুনর্মিলন নিয়ে কী ভাবছে বিজেপি, কীভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছে মহারাষ্ট্র, নজর ছিল সেদিকে।

img

দেবেন্দ্র ফড়নবিশ, বিজেপি এই পুনর্মিলন-এর ইঙ্গিতকে স্বাগত জানিয়েছেন। তবে একই সঙ্গে তাঁরা বলছেন, এই দুই ভাই এক হলেও আপাতত এনডিএ জোটকে ধাক্কা দিতে পারবে না। শিন্ডে শিবিরের আবার ‘জিরো ফর্মুলা’, দাবি আবার, দুই জিরো মিলে, একটি জিরোই হয়।

img

২০০৫-এ শিবসেনা ছেড়েছিলেন রাজ। তার আগে দীর্ঘসময় রাজনীতির ময়দানে শিবসেনায় বালাসাহেবের পর রাজকেই ভেবে এসেছেন বহু মানুষ।

img

উদ্ধব তখন বা এখনও, কখনওই বালাসাহেব কিংবা রাজ ঠাকরের মতো ঝাঁঝাল হয়ে উঠতে পারেননি রাজনীতির মঞ্চে, বারেবারে আলোচনায় এসেছে তা। তাঁর সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে দলের নীতি নিয়েও।

img

একনাথ শিন্ডে উদ্ধবের হাত ছেড়ে তাঁর কুর্শিই নিয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে জোর জল্পনা, প্রায় দু’ দশক পর দুই ভাইয়ের একে অপরের হাত ধরা নিয়ে।

img

এক পডকাস্টে রাজ ঠাকরে বলেন, “উদ্ধব ও আমার মধ্যে বিরোধ তুচ্ছ, মহারাষ্ট্র তার থেকেও বড়। এখন এক হওয়া সময়ের দাবি। এটা শুধু আমার ইচ্ছার বিষয় নয়, গোটা মারাঠি সমাজের স্বার্থে আমাদের এক হওয়া উচিত।”

img

অন্যদিকে, উদ্ধব ঠাকরে ভারতীয় কামগার সেনার এক সভায় বলেন, “আমি ব্যক্তিগত বিরোধ ভুলতে রাজি, তবে যাঁরা মহারাষ্ট্রবিরোধী কাজ করবেন, তাঁদের সঙ্গে হাত মেলাতে পারি না। আগে সেটার পরিষ্কার জবাব চাই।”

img

তারপর থেকেই মারাঠাভূমে একপ্রকার তীব্র হচ্ছে জল্পনা। আলোচনা, দুই ভাই এক হলে, কোন সমীকরণ চলবে রাজনীতির ময়দানে?