কোথাও তীব্র গরম থেকে রেহাই দিয়েছে স্বস্তির বৃষ্টি, কোথাও আবার চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে দেশজুড়ে কেমন থাকবে আবহাওয়া? একটানা বৃষ্টি চলবে নাকি তাপমাত্রা আরও বাড়বে, তা ঘিরে বড় আপডেট দিল হাওয়া অফিস।
2
8
মৌসম ভবন জানিয়েছে, শনিবার রাজস্থানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রার পারদ অধিকাংশ এলাকাতেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে থাকবে।
3
8
ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। আজ দিল্লিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সন্ধের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
8
রবিবারেও দিল্লিতে মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। তাপমাত্রার পারদ নামবে সামান্য। সবমিলিয়ে সপ্তাহান্তে দিল্লিতে মনোরম আবহাওয়া থাকবে।
5
8
মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখে মূলত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, ধূলোঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই রাজ্যগুলিতে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।
6
8
২০ এপ্রিল পর্যন্ত পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
7
8
শনিবার, ১৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডের কয়েকটি এলাকায়, বিহার ও ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এই রাজ্যগুলিতে। রবিবার থেকে আবহাওয়ার ক্রমেই পরিবর্তন হবে।
8
8
২৪ এপ্রিল পর্যন্ত অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।