আজকাল ওয়েবডেস্ক: অভিনয় আর বিতর্ক, বরাবরের সঙ্গী রেখার। বরাবরের সোজাসাপটা অভিনেত্রী কোনও দিনই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না। নিজের আত্মজীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তেও নিজের জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন রেখা।
2
10
এর আগেও বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিয়ের পরে লিঙ্গবৈষম্য, নানা বিতর্কিত বিষয় নিয়ে নানা সময় মুখ খুলেছেন রেখা।
3
10
একসময় অমিতাভ বচ্চন, জিতেন্দ্র এবং বিনোদ মেহরার সঙ্গে নাম জড়িয়েছিল রেখার। তখন নিজের যৌন জীবন নিয়ে বহু কুকথা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। সেই বিতর্ক নিয়েই সোজাসুজি কথা বলেছেন অভিনেত্রী।
4
10
আত্মজীবনীতে কটাক্ষের সুরে লেখা হয়েছে, “ভাগ্য ভাল আমি এখনও পর্যন্ত অন্তঃসত্ত্বা হয়ে পড়িনি। আমি তো কেবল একজন সাধারণ অভিনেত্রী নই। আমি ‘বদনাম’ অভিনেত্রী, যাঁর অতীত খারাপ আর পরিচিত সেক্স ম্যানিয়াক হিসাবে।”
5
10
শুধু বইতেই নয়, এক সাক্ষাৎকারেও যৌনতা নিয়ে মুখ খুলেছিলেন রেখা। বলেন, “যাঁরা বলেন অবিবাহিত নারীর যৌন সংসর্গ থাকতে পারে না, তাঁরা ফালতু কথা বলছেন। যৌনতা ভালবাসারই স্বরূপ।”
6
10
রেখার হয়ে তাঁর আত্মজীবনী অনুলিখন করেন ইয়াসির উসমান। প্রকাশের পরই তুমুল চর্চা শুরু হয় বইটি নিয়ে।
7
10
বইয়ের বাইরেও অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে প্রচুর গল্প গুজব। “তিনি কি অমিতাভের প্রেমে পড়েছিলেন?” সিমি গ্রেওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেখা সোজা ব্যাটে জবাব দেন, “অবশ্যই। খুব বোকা বোকা প্রশ্ন এটা।”
8
10
রেখা আরও বলেন, “আমি এখনও পর্যন্ত ছেলে, বুড়ো, মহিলা- এমন কাউকে দেখিনি যে পাগলের মতো অমিতাভের প্রেমে পড়েনি। তাহলে কেন একা আমাকে দাগিয়ে দেওয়া হয়? আমি কি কোনও দিন অস্বীকার করেছি ভালবাসার কথা?”
9
10
এখানেই শেষ নয়, অনেকেরই মনে আছে বহু আগেই সমকামী বিবাহের পক্ষে দাঁড়িয়েছিলেন রেখা। যখন সমকামিতা নিয়ে কথা বলাও কঠিন ছিল, তখন রেখা সাফ জানিয়েছিলেন, তাঁর একজন নারীকে বিয়ে করতেও কোনও আপত্তি নেই।
10
10
বড় পর্দায় এখন আর আগের মতো ঘনঘন ধরা না দিলেও ভক্তদের মনে যে এখনও তাঁর সাহসী কাজকর্মের ‘সিলসিলা’ অব্যাহত সে কথা বলার অপেক্ষা রাখে না।