নামীদামি ক্রিম বাদ দিন, এই ৫ ফলের খোসা দিয়েই ফিরবে ত্বকের হারানো জেল্লা

img

আজকাল ওয়েবডেস্ক: দাগ-ছোপহীন ঝলমলে, জেল্লাদার ত্বকের স্বপ্ন কে না দেখেন! সেই স্বপ্নপূরণের জন্য কসরতও কম করতে হয় না। আজকাল আবার ব্যস্ততার জীবনে রূপচর্চার জন্য সময় বের করাও মুশকিল। তবে পার্লারে গিয়ে কিংবা বাহারি কোনও রূপচর্চা নয়, পরিচিত ফলের খোসা দিয়েই যত্ন নিতে পারেন ত্বকের। বাজার চলতি প্রসাধনীর বদলে ফলের খোসা দিয়ে ত্বকের জেল্লা ফেরাতে পারেন ত্বকের। রইল তারই হদিশ-

img

কমলালেবুর খোসা- কমলালেবুর খোসার গুঁড়ো খুব ভাল এক্সফলিয়েটরের কাজ করে। তাই কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন। এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে লাগিয়ে নিলে নিমেষে জেল্লা ফিরবে ত্বকে। এছাড়াও কমলা লেবুর খোসা ব্রণ ও দাগছোপ কমাতে সাহায্য করে। ত্বক হয় টানটান ও সতেজ।

img

কলার খোসা- কলার খোসা মুখের ট্যানিং দূর করে, ত্বক থাকে টানটান। মুখের গর্ত বা বড় হয়ে যাওয়া কোষ নিয়মিত কলার খোসা ঘষলে অনেকটাই মিলিয়ে যায়। কলার খোসাতে ভরে ভরে রয়েছে ভিটামিন এ, বি এবং সি। এই সব ভিটামিনের গুণেই ত্বক হয় ঝলমলে।

img

পেঁপের খোসা- পেঁপে দিয়ে অনেকেই রূপচর্চা করেন। তবে জানেন কি পেঁপের খোসাও রূপচর্চায় খুবই কার্যকরী। পেঁপের খোসা মুখে ঘষে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিলেই উপকার পাবেন।

img

আপেলের খোসা- ভিটামিন সি এবং এ সমৃদ্ধ আপেলের খোসা। তাই এটি ত্বকের জন্য দারুণ উপকারী। আপেলের খোসা নিয়মিত ব্যবহার করলেই ত্বকের জেল্লা নজরে আসবে।

img

কিউইর খোসা- কিউইর খোসাতেও ভরে ভরে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই ত্বকের হাল ফেরাতে সাহায্য করে। কিউইর খোসার পেস্টের সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ত্বকের ঔজ্জল্য বাড়ে।