সপ্তাহান্তে ভাসবে দক্ষিণবঙ্গ, কোন কোন জেলায় সতর্কতা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
Kaushik Roy
শনিবার, 19 এপ্রিল 2025
1
7
সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
2
7
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
3
7
জানা গিয়েছে, আগামী সোমবারেও শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বাংলা জুড়ে।
4
7
আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে খুব একটা গরম আপাতত পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি কমলে তারপর ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ।
5
7
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। চলবে ঝোড়ো হাওয়ার দাপট।
6
7
চলতি সপ্তাহেই ভারী বৃষ্টি লক্ষ্য করা হয়েছে দার্জিলিং জেলাজুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেও বৃষ্টির পরিবেশ বজায় থাকবে উত্তরবঙ্গ জুড়ে।
7
7
বৈশাখ মাস পড়ে গেলেও রাজ্যে এখনও অসহ্য গরমের পরিবেশ তৈরি হয়নি। এমনকি, তাপপ্রবাহের সতর্কতাও এখনই জারি করেনি আলিপুর। বাংলা নববর্ষের শুরু থেকেই বৃষ্টি হওয়ায় আপাতত তাপমাত্রা বাড়ছে বলে জানানো হয়েছে।