IMD Weather Update Heavy Rain in South Bengal This Weekend IMD Weather Update Heavy Rain in South Bengal This Weekend

সপ্তাহান্তে ভাসবে দক্ষিণবঙ্গ, কোন কোন জেলায় সতর্কতা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

img

সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

img

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।

img

জানা গিয়েছে, আগামী সোমবারেও শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বাংলা জুড়ে।

img

আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে খুব একটা গরম আপাতত পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি কমলে তারপর ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ।

img

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। চলবে ঝোড়ো হাওয়ার দাপট।

img

চলতি সপ্তাহেই ভারী বৃষ্টি লক্ষ্য করা হয়েছে দার্জিলিং জেলাজুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেও বৃষ্টির পরিবেশ বজায় থাকবে উত্তরবঙ্গ জুড়ে।

img

বৈশাখ মাস পড়ে গেলেও রাজ্যে এখনও অসহ্য গরমের পরিবেশ তৈরি হয়নি। এমনকি, তাপপ্রবাহের সতর্কতাও এখনই জারি করেনি আলিপুর। বাংলা নববর্ষের শুরু থেকেই বৃষ্টি হওয়ায় আপাতত তাপমাত্রা বাড়ছে বলে জানানো হয়েছে।