Gold and Silver Rate in Kolkata
Gold and Silver Rate in Kolkata
সপ্তাহান্তে সোনার দামে বিরাট বদল, জেনে নিন শহর কলকাতায় কত টাকায় বিকোচ্ছে হলুদ ধাতু
-
Rajat Bose
-
শনিবার, 19 এপ্রিল 2025
সোনার দাম বাড়ছে। বিয়ের মরসুম আসতেই ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম।
শনিবার ১৯ এপ্রিল হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম শহর কলকাতায় ৯১৬০০ টাকা। ১৮ এপ্রিল তা ছিল ৯০৯৫০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯৫৪০০ টাকা। শুক্রবার তা ছিল ৯৫৬৫০ টাকা। এক্ষেত্রে সামান্যই কমেছে দাম।
পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম কলকাতায় ৯৫৯০০ টাকা। শুক্রবার ছিল ৯৫২০০ টাকা।
রুপোর দামও বেড়েছে কলকাতায়। শনিবার ১ কেজি খুচরো রুপোর দাম ৯৬৪০০ টাকা। শুক্রবার ছিল ৯৫৮০০ টাকা।
১ কেজির রুপোর বাটের দাম হয়েছে ৯৬৩০০ টাকা। শুক্রবার যা ছিল ৯৫৭০০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম ৮৯৪৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৯৭৫৯০ টাকা।
রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৮৯৬১০ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৯৭৭৪০ টাকা।
বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম শনিবার ৮৯৪৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৯৭৫৯০ টাকা।