Dilip Ghosh to tie knot with BJP Mahila morcha leader Rinku Majumder Dilip Ghosh to tie knot with BJP Mahila morcha leader Rinku Majumder

'একজন সঙ্গী চাই, যিনি সংসার এবং মাকে দেখবেন', বিয়ে প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

img

৬০ বছর বয়সে সাতাপাঁকে বাঁধা পড়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার।

img

শুক্রবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দু'জনে। দিলীপ জানিয়েছেন, প্রাতঃভ্রমণে গিয়ে রিঙ্কুর সঙ্গে তাঁর আলাপ। তিনিই দিলীপকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

img

দু'জনের আলাপ ২০২১ সালে। ২০২৫-এ পরিণয়। আইনিমতে ছিমছামভাবে সম্পন্ন হবে বিয়ে। পরিবারে ঘনিষ্ঠদের উপস্থিতিতেই রেজিস্ট্রি করে বিয়ে করবেন দু'জনে।

img

শুক্রবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে দিলীপের বাড়ি পৌঁছে গিয়েছিলেন। নবান্ন থেকে শুভেচ্ছাবার্তা-সহ ফুল পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

img

মা পুষ্পলতা ঘোষের কথাতেই বিয়েতে রাজি হয়েছেন মেজ ছেলে নাড়ু। সে কথা স্বীকার করে নিয়েই দিলীপ বলেন, "মায়ের অনুমতি নিয়েই নতুন পদক্ষেপ। আমার একজন সঙ্গী চাই। যিনি ঘর এবং মাকে দেখবেন।"

img

দিলীপ আরও জানিয়েছেন, কোনও টেনশন নেই। বিয়ে একটি সামাজিক এবং পারিবারিক দায়িত্ব। আমি যখন থাকতাম না, তখন মাকে দেখাশোনা করত।

img

জীবনের নতুন অধ্যায় শুরু করা নিয়ে দিলীপ বলেন, "আমার জীবনে দু'জন মহিলা। যিনি এসেছেন তাঁকে আমি ডাকিনি। তিনি এসে বলেছিলেন, ছেলে বড় হয়েছে, ভাল চাকরি করে। আমার একজন সঙ্গীর দরকার।"

img

রাফ অ্যান্ড টাফ রাজনীতিক হবু স্বামীকেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন হবু স্ত্রী। রিঙ্কু বলেছেন, "উন খুব নরম মনের মানুষ।"

img

মধুচন্দ্রিমা নিয়েও মুখ খুলেছেন দিলীপের সঙ্গিনী। জানিয়েছেন, তাঁর পাহাড় পছন্দ। নিরিবিলি কোনও পাহাড়ি এলাকায় দিলীপের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

img

প্রাথমিক ভাবে হিমাচল প্রদেশের শিমলার কথা ভাবা হয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। রিঙ্কুর কথায়, "কোনও আইসোলেটেড জায়গায় যেতে চাই। কারণ, উনি যেখানেই যান, সেখানেই ভিড় জমে যায়।"