If you are feeling anxious stressed or angry these foods should avoid for mental health If you are feeling anxious stressed or angry these foods should avoid for mental health

সারাদিন মেজাজ খিটখিটে, ঘন ঘন মন খারাপ? পাত থেকে আজই বাদ দিন এই কটি খাবার

img

আজকাল ওয়েবডেস্ক: দিনক্ষণ, তারিখ দেখে মন খারাপ হয় না। মন খারাপের কোনও সময় থাকে না। সমসময় মন খারাপ হওয়ার তেমন যে কোনও নির্দিষ্ট কারণ থাকে, তাও নয়। হঠাৎই কোনও পুরনো কথা মনে পড়ে যায়, কখনও আবার অপছন্দের কিছু ঘটলে ভারাক্রান্ত হয়ে পড়ে মন। আসলে মন খারাপের ধরনও হয় মানুষ বিশেষে আলাদা। কখনও কখনও অনেক হাতড়ানোর পরও মন খারাপের কারণ খুঁজে পাওয়া যায় না।

img

মন খারাপের সঙ্গে খাবারের কী কোনও সম্পর্ক আছে? হ্যাঁ আছে। অন্তত বিজ্ঞান তাই বলে। বিশেষ কিছু খাবার খেলে যেমন মন ভাল হতে বাধ্য। বিশেষজ্ঞদের মতে, এই সব খাবারগুলি শরীরে 'ফিল গুড' হরমোন নিঃসরণে সাহায্য করে। তেমনই কয়েকটি খাবার বেশি খেলে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে।

img

'মুড অফ' থাকলে মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না। ফলে বেশি খেয়ে ফেলার প্রবণতা দেখা যায়। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারের বেশি ঝোঁক থাকে। আর এই ধরনের খাবার খেলে পেট খারাপের সঙ্গে-সঙ্গেই মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। তাহলে জেনে নেওয়া যাক সেই সব খাবারের বিষয়ে-

img

অতিরিক্ত কফি খেলে তা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। কফিতে ক্যাফেইন থাকে, যা অতিরিক্ত খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভাল নয়। তাই মন খারাপ হলে কফিতে চুমুক না দেওয়াই শ্রেয়।

img

মন খারাপ হলে চর্বিযুক্ত খাবারও এড়িয়ে চলুন। কারণ এতে শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকবে। সেই সঙ্গেই মস্তিষ্ক সঠিকভাবে কাজ নাও করতে পারে। অবসাদ গ্রাস করলে তাই ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।

img

চিনি শরীর তো বটেই, মনের জন্য ভাল নয়। অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলেও মানসিক চাপ বাড়তে পারে। তাই চিনিকে বিদায় জানান।

img

মানসিকভাবে সুস্থ থাকতে মদ্যপানের অভ্যাস ত্যাগ করুন। কারণ নিয়মিত মদ্যপান করলে তার প্রভাব পড়বে মানসিক স্বাস্থ্যের উপর। তাই মন ভাল রাখতে এই অভ্যাস ত্যাগ করা উচিত।

img

মেজাজ খারাপ থাকলে ধূমপানের প্রবণতা বাড়ে। ধূমপানের নেশা অত্যন্ত ক্ষতিকর। এটি সার্বিকভাবে শরীরের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে।