‘সিটাডেল: হানি বানি’ থেকে ‘দেভারা’, চলতি সপ্তাহে যে পাঁচটি টাটকা সিরিজ, ছবি ওটিটিতে না দেখলেই নয়

img

img

‘সিটাডেল: হানি বানি’: হলিউডের পর সিটাডেল এবার পা রাখল বলিপাড়ায়। সৌজন্যে পরিচালক জুটি রাজ এবং ডিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিটাডেল'-এর স্পিন অফ ‘সিটাডেল: হানি বানি’র। আর তাতেই পারদ চড়েছে নেটিজেনদের। ছবি জুড়ে জমজমাট অ্যাকশনে মত্ত বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। এবং অবশ্যই ক্ষুরধার অভিনয়। দুই অভিনেতা-অভিনেত্রীর উদ্দেশ্যে অকুন্ঠ প্রশংসা জানাতেও কার্পণ্য করেননি তাঁরা। অ্যামাজন প্রাইম ভিডিও খুললেই দেখা মিলবে এই সিরিজের।

img

‘বিজয় ৬৯’: নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্পোর্টস ড্রামা ‘বিজয় ৬৯’। আকাশ রায় পরিচালিত এই স্পোর্টস ড্রামায় মুখ্যভূমিকায় রয়েছেন অনুপম খের, চাঙ্কি পাণ্ডে, মিহির আহুজার মতো পরিচিত বলি-অভিনেতাদের। ছবির গল্পের কেন্দ্রে রয়েছে ৬৯বছর বয়সী এক ব্যক্তি যে ঠিক করে ওই বয়সে ট্রায়াথলনে অংশ নেবে।

img

‘বাকিংহাম মার্ডারস’ হনসল মেহতার নতুন ছবি ‘বাকিংহাম মার্ডারস’ মুক্তি পেয়েছে। ছবির বিষয়টিও অন্ধকারে মজে রয়েছে।ছবির মুখ্য চরিত্রে করিনা কাপুর খান। করোনার অভিশপ্ত কালপর্ব পেরিয়ে দাম্পত্যের বিশ্বাস-অবিশ্বাস, সমকাম, প্রবাসী কিশোরদের মাদকাসক্তি, প্রবাসের মহল্লায় মহল্লায় সাম্প্রদায়িক অশান্তি এবং একটি হত্যা ও তার সমাধানই পিঠোপিঠি জায়গা করে নিয়েছে এ ছবির গল্পে। নেটফ্লিক্সে সম্প্রচার শুরু হয়েছে এই ছবির।

img

‘ভেট্টাইয়ান’: একাধিক ভাষায় মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘ভেট্টাইয়ান’। রজনীকান্তের পাশে এ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। তিন দশক পর ফের একসঙ্গে একটি ছবিতে কাজ করলেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই দুই মহীরূহ। এটি রজনীকান্তের ১৭০তম ছবি। এর আগে দুই মহাতারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘হম’ ছবিতে। সেটা ১৯৯১ সালের কথা। তার আগে ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতে জুটি বাঁধেন তাঁরা। অ্যামাজন প্রাইম ভিডিও-তে রমরমিয়ে চলছে এই ছবি।

img

‘দেভারা’: ঘোষণার পর থেকেই কোরতালা সিবা পরিচালিত তেলুগু ছবি ‘দেভারা’র প্রথম পর্ব নিয়ে উত্তেজনা বাড়ছিল দর্শকের। অনেকদিন পর জুনিয়র রামা রাও আবার রুপোলি পর্দায় ফিরে এলেন। ধূসর চরিত্র ভৈরো-র অবতারে ধরা দিয়েছেন সইফ আলি খান। ছবিতে রয়েছেন জাহ্নবী কাপুরও। ছবিতে কম্পিউটার গ্রাফিক্স, চিত্রগ্রহণ ও আলোর কাজ প্রশংসিত হয়েছে সমালোচকমহলে। অন্য চরিত্রে রয়েছেন শ্রুতি মরাঠি, অভিমন্যু সিংহ, প্রকাশ রাজ। বড়পর্দার পর ‘দেভারা’ এখন নেটফ্লিক্সে।