KL Rahul Athiya Shetty reveal name of daughter Meaning explained KL Rahul Athiya Shetty reveal name of daughter Meaning explained

রাহুল আথিয়ার কোল আলো করে এল কন্যাসন্তান, জানেন ছোট্ট 'এভারার' নামের অর্থ?

img

আইপিএলের শুরুতেই মিলেছে সুখবর। কন্যাসন্তানের বাবা হয়েছিলেন কেএল রাহুল। যে কারণে শুরুতে দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিতে পারেননি তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আরও বড় পোস্ট করলেন তারকা দম্পতি।

img

১৮ এপ্রিল কেএল রাহুলের জন্মদিন। ৩২ বছরে পা দিলেন তারকা ক্রিকেটার। আর এই বিশেষ দিনেই নিজেদের কন্যার নাম প্রকাশ করেছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে এই কথা জানিয়েছেন তাঁরা।

img

কেএল রাহুল ও আথিয়া শেট্টি তাঁদের কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন এভারা বিপুলা রাহুল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নিজেদের কন্যার নামের অর্থও জানিয়েছেন তাঁরা।

img

আথিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন এভারা একটি সংস্কৃত শব্দ। এই কথার অর্থ ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের উপহার। নিজেদের কন্যাসন্তানের মাঝের নাম বিপুলা রাখা হয়েছে আথিয়ার দিদার স্মরণে। শেষ নাম রাহুল রাখা হয়েছে বাবা কেএল রাহুলের নামে।

img

সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে প্রত্যেক শব্দের অর্থ বুঝিয়ে দিয়েছেন আথিয়া। কন্যা সন্তানের জন্মের পরেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। নামকরণের পরেও ভক্তদের জানালেন তারকা দম্পতি।

img

উল্লেখযোগ্য ভাবে, এদিন কেএল রাহুলের জন্মদিন। রাহুল ৩২ বছরে পা রাখলেন। এই বিশেষ দিনটিকেই আথিয়া বেছে নিয়েছেন কন্যাসন্তানের নাম প্রকাশের জন্য।

img

কেএল রাহুল ও আথিয়া শেট্টি তাঁদের কন্যাসন্তানের জন্মের খবর প্রথম জানান ২৪ মার্চ। সেই সময়ে পরিবারের সঙ্গেই ছিলেন রাহুল। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন না তিনি। পরে স্ত্রী সুস্থ হলে শিবিরে যোগ দেন।

img

আইপিএলের প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন রাহুল। তাঁর মেয়ের জন্ম হয়েছিল আইপিএলের শুরুর সপ্তাহেই। এবার তাঁর নামকরণের খবর জানতে পেরে তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

img

প্রসঙ্গত, বর্তমানে আইপিএলে দিল্লি শিবিরে রয়েছেন রাহুল। পাশাপাশি, চূড়ান্ত ফর্মেও দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে জাত চিনিয়েছেন কেএল।