কনট্রাস্টেই হয়ে উঠুন লাস্যময়ী! পুজোয় কোন রঙের শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ পরবেন?

img

আজকাল ওয়েব ডেস্ক: কথায় বলে শাড়িতেই নারী। অর্থাৎ নারীর সৌন্দর্য সবচেয়ে ভাল ফুটে ওঠে শাড়িতেই। পুজোর শপিং লিস্টেও কাঞ্জিভরম থেকে অন্য সিল্ক বা সুতি, শাড়ি থাকা মাস্ট। এর সঙ্গে পাল্লা দিতে পরতে হবে ডিজাউনার ব্লাউজও। কিছুদিন আগেও এক রঙের শাড়ি ও ব্লাউজ পরার চল ছিল। তবে এখন ম্যাচিংয়ের জায়গা দখল করেছে কনট্রাস্ট রং।

img

গোলাপি রঙের শাড়ির সঙ্গে মানাবে রয়্যাল নীল বা সবুজ রঙের ব্লাউজ। এছাড়াও হলুদ বা কোরাল, ধূসর বা রুপোলি রঙের ব্লাউজও পরতে পারেন।

img

নীল বা গাঢ় রঙের যে কোনও ব্লাউজই মানাবে হলুদ রঙের শাড়ির সঙ্গে। যদি আপনি গোলাপি বা হালকা নীল রংও পরতে চান, তাও পরতে পারেন। কালো, সবুজ ও লাল রংও পরতে পারেন।

img

লাল শাড়ির সঙ্গে গাঢ় নীল রঙের ব্লাউড দারুণ মানায়। সিল্ক হোক কিংবা অন্য ধরনের শাড়ি, নীল রঙের ব্লাউড লাল শাড়িকে আরও খোলে।

img

কোরাল রঙের ব্লাউজের সঙ্গে সবুজ শাড়িও নজর কাড়বে। যে কোনও শেডের সবুজের সঙ্গে সবচেয়ে ভালো মানায় লাল বা বেগুনি।

img

নীল রঙের সঙ্গে পরতে হবে হালকা রং, যেমন সাদা কিংবা অফ হোয়াইট। এছাড়াও হলুদ, লাল ও গোলাপি রং পরলেও মন্দ লাগবে না!