মেঘ এসে বদলে দিচ্ছে তারিখ
আড়ালে চলছে গণমাতলামি
বাহিরে বাহিনীর নিয়ম করে ঋতুবিহার
এখন আঠারোর নাম ঝড়
সার সার করে দাঁড় করানো হলো বাইশ
ধর্ষকের পোষাকের নাম অন্ধকার হলে
একুশ থেকে একাশির মুঠোয় এখন রাত
একাশি এখন একুশ
লাল অশ্রুপাতে ভেজা দেশ
কাঁধে করে কোথায় যাচ্ছো পথিক
সামনে আগামীকাল
তাকিয়ে আছে তোমার টিকিটের দিকে।