সমস্ত কু কেটে সু বসানো হলো
আশাগুলো আরও উজ্জ্বল আর সোনালী
সাঁকো দিয়ে যাদের যাবার কথা
কণ্ঠনালী হারিয়ে ভয় রঙের একটি মিছিল
কড়ি দিয়ে কেনা রাত দখল হয়ে যাচ্ছে
ঘাসের অভিমান দিয়ে বানানো সম্পর্ক
তোমার কি সারাদিনে একবারও প্রেম পায়না
ঝিরঝিরে আদাকুচি মেশানো নেশার বিনুনি
সুখ না পেয়ে
ছুট দিলো গণহত্যার দিকে
আত্মহত্যার বিকল্প কি বেঁচে থাকা
বুকু জানে না বলেই শিখিনি
সকাল হলেই দেখি
গাছেদের পাড়ায় রোদের গণপ্রহার
বাতাস এসে প্রুফ দেখে দিচ্ছে বিরহসঙ্গীতের
তুমি সাঁকোপথ তুমিই মহুয়ারস
হাতে হাতে রঞ্জন বসুর আদাকুচি