ক্ষতবিক্ষত লাশ সাঁতার কাটবে বলে
বুক পেতে রাখে নদী
প্রতিটি ক্ষত থেকে রক্তপাতের পর
স্নানের কি উল্লাস
নদীর বুকে অ নে ক পাথর
প্রতিটি পাথরের আর্তনাদ পেয়ে
লাশগুলো আজ ভীষণ জীবন্ত
রোদ রঙের ঘিলুহীন মানুষেরা লাশ হয়ে
মেতে উঠেছে উৎসবে
মাংসাশী জিভের সামনে অসহায় সময়
রোজ ভোগ্যপণ্য হয়ে যায়