হার মানাবে আমেরিকা-ইংল্যান্ডের ট্রেনকেও, বন্দে ভারতের নতুন লুকে রয়েছে বিশাল চমক
1
5
এতদিন ছিল চেয়ার কার। দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে গেলেও তাতে স্লিপার কোচ ছিল না। তবে এবার একেবারে নয়া লুকে হাজির বন্দে ভারত। থাকবে স্লিপার কোচ। অর্থাৎ সারারাত স্লিপার কোচে বন্দে ভারতে যাতায়াত করতে পারবেন নিশ্চিন্তে।
2
5
কেমন দেখতে হবে ওই স্লিপার কোচ। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়া লুকের ছবি প্রকাশ করেছেন। আর সেই নয়া লুক, চমক নিয়েই চর্চা তুঙ্গে।
3
5
রাতের সফরের জন্য মূলত চালানো হবে এই বন্দে ভারত। হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, হাওড়া-সেকেন্দ্রাবাদ, হাওড়া-বেঙ্গালুরুর মতো রুটে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে বলে জানা গিয়েছে। তবে তার আগে বেশ কয়েকদিন ট্রায়াল দিয়ে দেখে নেওয়া হবে পরিস্থিতি।
4
5
সাধারণ ভাবে নতুন লুক দেখে যেমন চমক, তেমনই চিন্তা বাড়ছিল ভাড়া নিয়ে। এই বিলাসবহুল ট্রেনে ভাড়া কত হবে? 'বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট মূল্যের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে।'
5
5
১৬ কোচের এই ট্রেনে এসি থ্রি-টায়ার থাকবে ১১টি, এসি টু-টায়ার চারটি এবং একটি এসি ফার্স্টক্লাস থাকবে।