সিরিজ: পিকাসো

 
ঘুম একটি পতঙ্গ,
যার ডানা আছে অথচ দেহ নেই। 
 
 
 
উচ্ছিষ্ট, আবর্জনায় ভর্তি
শিশুটির পিঠের বস্তা
 
শিল্পী, 
ছবিটির নাম দিয়েছেন—
নরক
 
 
রং, তুলি কেনার সামর্থ্য নেই
 
চাঁদের আলোয় তাই,
নিজের ছায়া ফেলেন ক্যানভাসে
 
 
'ক্ষুধা'
শীর্ষকে একটি ছবি ঝুলছে দেওয়ালে
 
চারকোলে আঁকা 
মৃত একটি হরিণ শাবক
 
 
ছবিটি প্রথমে বেড়াল ছিল,
পরে রুগ্ন বাঘ করে দিলেন
 
ছবির এক কোণে লিখলেন: আমি
 
 
অবসাদকে শ্রেষ্ঠ এঁকেছেন 
বর্ণান্ধ এক চিত্রকর
 
রক্তহীন মিথুনের ছবি

  • অনির্বাণ চট্টোপাধ্যায়
img
আগের পাতা
শূন্যের জাতক