গর্ভাবস্থায় সঙ্গম করা কি আদৌ নিরাপদ? কী জানাচ্ছে চিকিৎসাবিজ্ঞান?
Akash Debnath
শুক্রবার, 11 এপ্রিল 2025
1
14
আজকাল ওয়েবডেস্ক: দেশের জনসংখ্যা ১৫০ কোটির দিকে এগোচ্ছে, তবু যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলতে অনেকেই দ্বিধাবোধ করেন। খোলাখুলি আলোচনা না করায় অনেক ভুল ধারণা মানুষের মনে রয়ে যায়। এমনই একটি বিষয় অন্তঃসত্ত্বা অবস্থায় সঙ্গম করা উচিত কি না।
2
14
অনেকেই ভাবেন অন্তঃসত্ত্বা অবস্থায় সঙ্গম করলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা কিন্তু তেমনটা বলছেন না। এনএইচএস-এর বিজ্ঞপ্তি কিন্তু স্পষ্ট বলছে, গর্ভাবস্থায় সঙ্গম করা যাবে কি না তা নির্ভর করে গর্ভধারণের পরিস্থিতি এবং মায়ের স্বাস্থ্যের উপর। সাধারণভাবে, যদি গর্ভাবস্থা স্বাভাবিক থাকে এবং কোনও জটিলতা না থাকে, তাহলে সঙ্গম করা নিরাপদ।
3
14
সঙ্গমের সময় কোনও অসুবিধা হলে আপনার সঙ্গীকে জানান। সাধারণভাবে, গর্ভাবস্থায় সঙ্গম শিশুর কোনও ক্ষতি করে না কারণ শিশুটি জরায়ুর মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড দ্বারা সুরক্ষিত থাকে এবং জরায়ুমুখ একটি শক্তিশালী পেশী দ্বারা বন্ধ থাকে।
4
14
তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সঙ্গম এড়িয়ে যাওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোন কোন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে?
5
14
১। যোনিপথে রক্তপাত: গর্ভাবস্থায় কোনও ধরনের রক্তপাত হলে সঙ্গম করা উচিত নয় এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
6
14
২। পেটে ব্যথা বা খিঁচুনি: যদি সঙ্গমের সময় বা পরে পেটে ব্যথা বা খিঁচুনি অনুভব হয়, তবে সঙ্গম বন্ধ রাখুন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
7
14
৩। অকাল প্রসবের ইতিহাস: যদি আগে অকাল প্রসবের ইতিহাস থাকে, তবে সঙ্গম করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
8
14
৪। গর্ভাশয়ের দুর্বলতা: এই অবস্থায় গর্ভাশয় সময়ের আগে খুলে যেতে পারে, তাই সঙ্গম এড়িয়ে যাওয়া উচিত।
9
14
৫। প্ল্যাসেন্টা প্রিভিয়া: যদি প্ল্যাসেন্টা বা অমরা জরায়ুমুখের কাছে বা তার উপরে অবস্থান করে, তবে সঙ্গম বিপজ্জনক হতে পারে।
10
14
৬। জল ভেঙে যাওয়া: গর্ভাশয়ের জল ভেঙে গেলে সংক্রমণের ঝুঁকি থাকে, তাই সঙ্গম করা উচিত নয়।
11
14
৭। যমজ বা তার বেশি সন্তান ধারণ: এই ক্ষেত্রে অনেক সময় চিকিৎসক সঙ্গম এড়িয়ে যাওয়ার পরামর্শ দিতে পারেন।
12
14
৮। পূর্বে গর্ভপাত বা জটিলতার ইতিহাস: যদি আগে গর্ভপাত বা অন্য কোনও জটিলতার ইতিহাস থাকে, তাহলে সঙ্গমের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
13
14
৯। যৌন সংক্রমণ: দম্পতির মধ্যে কোনও একজনের কোনও ধরনের যৌন সংক্রমণ থাকলে গর্ভাবস্থায় সঙ্গম করা উচিত নয়।
14
14
১০। সব মিলিয়ে, আপনার গর্ভাবস্থার পরিস্থিতি অনুযায়ী সঙ্গম করা উচিত কি না, সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। তিনিই আপনাকে সঠিক দিকনির্দেশ দিতে পারবেন।