ফের সইতে হবে বেকারত্বের জ্বালা, কোন আইটি প্রতিষ্ঠান ছাঁটাই করবে কর্মীদের, জেনে নিন এখনই
Sumit Charkaborty
শুক্রবার, 11 এপ্রিল 2025
1
10
কাজ হারাতে চলেছেন আরও অনেক আইটি কর্মী। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই কাজ করতে শুরু করে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম।
2
10
২০২৫ সাল আইটি প্রতিষ্ঠানের কর্মীদের পক্ষে মোটেই সুবিধার নয়। একেবারে ছাঁটাইয়ের পথে হাঁটছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলি।
3
10
এই তালিকায় এবার শোনা যাচ্ছে মাইক্রোসফটের নাম। তারা তাদের প্রতিষ্ঠানকে ঢেলে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে। ফলে সেখান থেকে তারা কর্মী ছাঁটাইয়ের দিকটি নজরে রেখেছে।
4
10
মাইক্রোসফট এবার তাদের মাঝের স্তরের কর্মীদের ছাঁটাই করবে বলেই খবর মিলেছে। সেখানে তারা কম টাকা দিয়ে নতুন কর্মী নিয়োগ করতে পারে।
5
10
যদিও কতজনকে ছাঁটাই করে হবে সেবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে যেটা জানা গিয়েছে এই তালিকায় বহু কর্মীর নাম থাকতে পারে। তালিকা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
6
10
মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রতিষ্ঠানে মিডল ম্যানেজার এবং প্রোডাক্ট ম্যানেজারদের দরকার কমছে। তাই তারা এই দুটি পদ থেকে বেশি সংখ্যায় কর্মী ছাঁটাই করার দিকে মন দিয়েছে।
7
10
প্রতিষ্ঠানটি পিএম রেশিওকে ভালভাবে ধরে রাখতে চায়। তাই তারা এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে। যদি নিজেদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে সেখান থেকে বহু কর্মী ফের কাজ হারাতে পারেন।
8
10
চলতি বছরের শুরুতেই এই প্রতিষ্ঠানের ২ হাজার কর্মী কাজ হারিয়েছেন। এরফলে বাকি কর্মীরা বেশ খানিকটা চাপে ছিলেন। তবে এবার যদি সেই তালিকা আরও দীর্ঘ হয় তাহলে সেটা নেতিবাচক প্রভাব ফেলবে।
9
10
যদিও মাইক্রোসফটের পক্ষ থেকে এবিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে এই খবর চাউর হতেই মাইক্রোসফটের কর্মীরা বেশ চাপে পড়ে গিয়েছেন।
10
10
যেভাবে প্রতিটি আইটি প্রতিষ্ঠান এআই নির্ভর হয়ে পড়ছে সেখান থেকে এমন ছাঁটাই আগামীদিনে আরও হবে বলেই মনে করা হচ্ছে। তখন সেখান থেকে প্রচুর মানুষ ফের কাজ হারাবেন।