Who is the owner of Ratan Tatas Colaba house now- Noel Tata is in everyones eye Who is the owner of Ratan Tatas Colaba house now- Noel Tata is in everyones eye

রতন টাটার কোলাবার বাড়ির মালিক এবার কে? সকলের নজরে নোয়েল টাটা

img

রতন টাটা মারা যাওয়ার পর তার উইল প্রকাশ্যে আসার পর তা নিয়ে খবরে ঝড় উঠেছিল। যেভাবে তিনি নিজের সম্পত্তি ভাগ করেছিলেন তা নিয়ে হয়েছিল নানা জল্পনা। আর এবার নজরে রতন টাকার বাড়ি।

img

রতন টাটার বাড়ি সমুদ্র তীরে কোলাবায়। এই বাড়িতে রয়েছে রতন টাটার জীবনের বহু সময়। চলতি বছরের শেষেই এই বাড়িতে থাকতে আসবেন নতুন একজন ব্যক্তি।

img

তবে কে এখানে এসে থাকবেন তা নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। সেখানে সকলের মনে একটাই চিন্তা টাটা গ্রুপের দায়িত্ব নেওয়ার পর এবার কোলাবার এই বাড়িতেই কী থাকবেন নোয়েল টাটা।

img

তবে যেভাবে নোয়েল টাটার পরিবার নিজেদের ব্যবহার দেখাচ্ছে সেখান থেকে মনে করা হচ্ছে রতন টাটার এই বাড়িতে থাকতে আসতেই পারেন নোয়েল টাটা। তবে এবিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

img

রতন টাটার এই বাড়িটি ১৩ হাজার ৩৫০ স্কোয়ার ফুট এলাকা নিয়ে তৈরি। এখানে আরামে থাকার সমস্ত ব্যবস্থাই রয়েছে। ২০১২ সাল থেকে রতন টাটা এখানেই থাকতেন। ফলে এই বাড়ির গুরুত্ব অপরিসীম।

img

রতন টাটা কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেক্ট শিখেছিলেন। তাই বাড়ি তৈরি করার ক্ষেত্রে তার বিরাট ধারণা ছিল। এই বাড়িতেই রতন টাটা নিজের জার্মান শেফার্ডের সঙ্গে থাকতেন। তার সঙ্গে থাকতেন তার কাজের মানুষরাও।

img

নোয়েল টাটা বর্তমানে দুবাইতে টাটা গ্রুপের একটি বৈঠকে রয়েছেন। সেখান থেকে ভারতে ফেরার পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

img

এই বাড়িটির বর্তমান দাম ৫০ কোটি টাকা। এই বাড়িতে যদি নোয়েল টাটা না থাকেন তাহলে এই বাড়ির ভবিষ্যৎ কোথায় যাবে সেটা নিয়েও থাকছে প্রশ্নচিহ্ন।

img

বহু বছর থেকেই নোয়েল টাটা এবং তার পরিবার আলাদা একটি বাসভবনে থাকেন। তবে এবার উইলের হিসেব অনুসারে রতন টাটার বাড়ির দিকে তারা অগ্রসর হবেন কিনা তার উত্তর রয়েছে সময়ের গর্ভেই।

img

রতন টাটার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি নানাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তবে নোয়েল টাটা এবার কোলাবার এই বাড়িটির দখল নেন কিনা সেটাই এখন সকলের নজরে।