Untold life story of bollywood actor Hrithik Roshan Untold life story of bollywood actor Hrithik Roshan

'তোমার দ্বারা অভিনয় হবে না', হৃতিক রোশনকে এই কথা কে বলেছিলেন? পাল্টা জবাবে কী করেছিলেন 'গ্রিক গড'?

img

অভিনয় জগতে কাটিয়ে ফেলেছেন ২৫ বছর। সৌন্দর্যে আজও টেক্কা দেন নতুন প্রজন্মের অভিনেতাদের। দর্শক মহলে তিনি 'গ্রিক গড' হৃতিক রোশন।

img

আট থেকে আশি, হৃতিকের অনুরাগী সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। বয়স বাড়লেও ফিটনেসে দশ গোল দেন অন্য তারকাদের। মহিলা অনুরাগীদের পছন্দের এই তারকাই এক সময় নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন।

img

ছোট থেকে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ানোর আগেই এসেছিল বড় বাধা।

img

ছোটবেলায় কথা বলতে অসুবিধা হতো হৃতিকের। তোতলামির সমস্যা ছিল অভিনেতার। কিন্তু নাচে ছিলেন পারদর্শী। তাই চিকিৎসক বলেছিলেন কথা বলার সমস্যা ঠিক না হলে অভিনেতা হওয়ার ভাবনা ছেড়ে দিতে।

img

এই কথা শুনে সারাদিন নিজেকে বাথরুমে বন্ধ করে রাখতেন হৃতিক। প্রায় সারাদিন কাঁদতেন। এরপর একদিন নিজেকে বোঝান, এভাবে চললে হবে না। শুরু করেন স্পষ্ট কথা বলার থেরাপি। ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে ওঠেন তিনি।

img

বাবা রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে ডেবিউ হয় হৃত্বিক রোশনের। সেটা ছিল ২০০০ সাল। হৃত্বিকের প্রথম সেই ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ ছিল ব্লকবাস্টার। এরপর বাবার পরিচালনায় ‘কোই মিল গয়া’ এবং ‘কৃষ’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের পছন্দের তালিকায় চিরকালীন জায়গা করেছেন হৃত্বিক।

img

প্রসঙ্গত, বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক, সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃষ’ সিরিজের এই চার নম্বর ছবি। 'কৃষ ৪'-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতার। সূত্রের খবর, ছবিটি ২০২৬-এর শুরুতে শুটিং ফ্লোরে যাবে।

img

এই খবর প্রকাশ্যে আসতেই হৃতিককে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীদের একাংশ। অনেকেই মনে করছেন, পরিচালকের আসনে বসে হৃতিক নতুন চমক দিতে পারেন। কারণ, পরিচালক এবং অভিনেতার দৃষ্টিভঙ্গি মিলে গেলে তা ছবিটির ক্ষেত্রে ভাল বলেই মনে করছেন অনেকে।