হইচই ফেলে দিল সোনার দাম! শহর কলকাতায় ২২ ও ২৪ ক্যারাটের দাম শুনলে চমকে যাবেন
Rajat Bose
শুক্রবার, 04 এপ্রিল 2025
1
9
সামান্য বাড়ল সোনার দাম। তবে খুব সামান্যই। গত দু’দিন অর্থাৎ ২ ও ৩ এপ্রিল সোনার দামে নড়াচড়া না হলেও ৪ এপ্রিল শুক্রবার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা করে বেড়েছে সোনার দাম।
2
9
শহর কলকাতায় শুক্রবার ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৮৭,৩০০ টাকা। যা গতদিনের থেকে মাত্র ১০০ টাকা বেশি।
3
9
আবার ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯১,৮৫০ টাকা। বৃহস্পতিবার ছিল ৯১,৭৫০ টাকা।
4
9
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ৯১,৪০০ টাকা। গতকাল ছিল ৯১,৩০০ টাকা।
5
9
রুপোর দাম আবার অনেকটাই কমেছে। ১ কেজি খুচরো রুপোর দাম শুক্রবার ৯৮,০৫০ টাকা। বৃহস্পতিবার ছিল ৯৯,৮০০ টাকা।
6
9
১ কেজির রুপোর বাটের দাম ৯৭,৯৫০ টাকা। বৃহস্পতিবার ছিল ৯৯,৭০০ টাকা।
7
9
দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮৫,৬১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৯৩,৩৯০ টাকা।
8
9
রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৮৫,৭৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৯৩,৫৪০ টাকা।
9
9
বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৮৫,৬১০ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৯৩,৩৯০ টাকা।