নোকিয়ার ফোন আর কয়েকটি ঘড়ি, নিজের বলতে কী কী ছিল রতন টাটার?
Riya Patra
বৃহস্পতিবার, 03 এপ্রিল 2025
1
9
২০২৪ সালে ৯ অক্টোবর। শিল্পজগতের মহিরুহ পতন। প্রয়াত হন রতন টাটা। নিজের ৩,৮০০ কোটি টাকার সম্পত্তির বড় অংশ রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন (আরটিইএফ) এবং রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট (আরটিইটি)-কে দিয়ে গিয়েছেন।
2
9
বঞ্চিত করেননি তাঁর বাড়ি এবং অফিসের সহকারীদের। তাঁদের জন্য রেখে গিয়েছেন তিন কোটি টাকারও বেশি। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রতন টাটা তাঁর দীর্ঘদিনের রাঁধুনি রাজন শ-কে এক কোটি টাকার কিছু বেশি দান করে গিয়েছেন। এর পাশাপাশি তাঁর ৫১ লক্ষ টাকার ঋণও মকুব করেছেন। পরিচারক সুব্বাইয়া কোনারকে দিয়ে গিয়েছেন ৬৬ লক্ষ টাকা। তাঁর ৩৬ লক্ষের ঋণ মকুব করে গিয়েছেন। তাঁর সচিব দেলনাজ গিলডারের জন্য রেখে গিয়েছেন ১০ লক্ষ টাকা।
3
9
২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি নিজের সম্পত্তির শেষ উইল বানিয়েছিলেন টাটা। তার আগেও দুবার নিজের সম্পত্তির উইল করেছিলেন তিনি। তবে এসবের বাইরে, টাটার নিজের বলতে কী কী ছিল?
4
9
নিজের কাছে ছিল নোকিয়ার একটি ফোন। অন্তত ৩৪টি হাতঘড়ি, যার অনেকগুলি ছিল টাইটান সংস্থার।
5
9
রতন টাটার নিজের ছিল তিনটি আগ্নেয়াস্ত্র, যেগুলির লাইসেন্স নিয়েছিলেন মুম্বই পুলিশের কাছে।
6
9
নিজের বলতে ছিল, বহু বই। যার কিছু নিজের বোনের জন্য রেখে গিয়েছেন, বাকিগুলি দিয়ে দেওয়া হবে লাইব্রেরিতে।
7
9
সোনা ও রূপোর গয়না ছিল, সেগুল উইলে ভাই বোনেদের দেওয়ার কথা জানিয়েছেন টাটা।
8
9
সংগ্রহে ছিল বহুমূল্য পোশাক। সেগুলি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে দান করা দিতে হবে। যাতে সেগুলি বঞ্চিতদের মধ্যে বিতরণ করা যায়।
9
9
তিনি ব্রুকস ব্রাদার শার্ট, হার্মিস টাই, পোলো, ডাকস এবং ব্রিওনি স্যুটের মতো সংস্থার পোশাক পরতেন।