Ten animals that soar without wings and master the air Ten animals that soar without wings and master the air

পাখনা ছাড়াই হার মানবে পাখিরা, কোন প্রাণীদের এই দক্ষতা আছে জেনে নিন এখনই

img

গ্রাইডিং মার্বেলস: গ্রাইডিং মার্বেল হল এমন এক ধরণের মাকড়শা যারা এর গাছ থেকে আরেক গাছে অতি সহজে লাফিয়ে যেতে পারে। এদের হাল্কা দেহ সহজেই এদেরকে হাওয়াতে ভাসতে সহায়তা করে।

img

পিঁপড়ে: অনেকেই জানেন না পিঁপড়েরা বাতাসে ভেসে থাকতে পারে। যদি আপনি একটি পিঁপড়েকে অনেক উপর থেকে ফেলে দেন তাহলে সেটি তারা বাতাসের সঙ্গে নিজের দেহকে মানিয়ে নেয়। ফলে তারা মাটিতে পড়ার পরও মারা যাবে না।

img

কলুগো: এটি ধরণের গাছের বাদুড়। এরা বাতাসে হাল্কাভাবে ভেসে থাকতে পারে। এদের পাখনা নেই। তবে নিজের লেজের সাহায্যে এরা লাফ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়।

img

ফ্লাইং ফিস: এই মাছটি সম্পর্কে অনেকই হয়তো জানেন। এরা জলের মধ্যে থেকে লাফ দিয়ে খানিকটা উড়ে যেতে পারে। দ্রুত শিকারিদের হাত থেকে নিজেকে বাঁচাতে এই কাজটি করে থাকে।

img

ফ্লাইং স্কুইরেল: এরা এক ধরণের কাঠবিড়ালি। এদের পাখনা থাকে না। তবে এরা এক গাছ থেকে অন্যত্র নিজের হাত ও পায়ের জোড়া অংশ থেকে ভেসে থাকতে পারে। এরা একবারে অনেকটাই ভাসতে পারে।

img

ব্যাঙ: ওয়ালেস ফ্লাইং ফ্রগ বা ব্যাঙ সাধারণত গাছে থাকতে পছন্দ করে। তবে যদি বিপদ দেখে তাহলে এরা অতি দ্রুত এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে যেতে পারে। এদের লাফের মাপ অনেকটাই বেশি।

img

গেকো: এরা এক ধরণের গিরগিটির প্রজাতির। এদেরকে অনেকে গেকো বলেও ডাকে। এরা অতি সহজে নিজের রং পরিবর্তন করতে পারে। পাশাপাশি লাফ দিয়ে অনেকটা উড়ে গিয়ে নিজেকে বাঁচাতে পারে।

img

লিজার্ড: এই টিকটিকির প্রজাতির মুখে এবং দেহের দুপাশে হালকা পাখনার মতো থাকে। এর উপর ভর করে এরা এক গাছ থেকে অন্যত্র সহজে ভেসে যেতে পারে।

img

সাপ: প্যারাডাইস সাপ নামে এই সাপের প্রজাতি দক্ষিণপূর্ব এশিয়াতে দেখতে পারা যায়। এদের দেহ হাল্কা থাকার জন্য অতি সহজেই এক গাছ তেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারে।

img

মাকড়শা: কখনও ছোটো মাকড়শাকে উপর থেকে ছেড়ে দিয়ে দেখবেন সেখান থেকে এগুলি অতি সহজেই জাল বুনতে বুনতে নিচের দিকে নামতে থাকে। এদের জাল কোথাও আটকে গেলেই সেখান থেকে এরা ভেসে যেতে পারে।

img

স্কুইড: জলের নিচে এমন কয়েকটি স্কুইড রয়েছে যারা ঝড়ের গতিতে বিপক্ষের নজর থেকে নিজেকে বাঁচাতে পারে। জলের মধ্যে অতি দ্রুত এগিয়ে যেতে পারে।