মূত্র পান করেই নাকি ক্যানসার নিরাময়! সুস্থ থাকতে প্রস্রাব গায়ে মাখেন, মলদ্বারে রোদ লাগান! কে এই মডেল?
Akash Debnath
বুধবার, 02 এপ্রিল 2025
1
8
আজকাল ওয়েবডেস্ক: সুস্থ থাকার জন্য ঘরোয়া টোটকা প্রয়োগ করার চল নতুন নয়। বিশেষ করে যদি প্রথাগত চিকিৎসা রোগীকে সুস্থ করতে সক্ষম না হয়, তখন অনেকেই অন্যধরনের উপায় অবলম্বন করেন। তবে এবার প্রকাশ্যে এসেছে এক মডেল এবং স্বঘোষিত স্বাস্থ্যগুরুর এমন এক অভ্যাসের কথা যা শুনে চোখ কপালে উঠছে অনেকেরই।
2
8
মডেলের নাম ট্রয় কেসি। আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা ট্রয় একজন স্বঘোষিত লাইফস্টাইল কোচ। অর্থাৎ তিনি অন্যদের জীবনশৈলী শেখান।
3
8
ইনস্টাগ্রামে ট্রয়ের অনুরাগীর সংখ্যা প্রায় চার লক্ষ। সেখানেই তিনি ভক্তদের বোঝান, সুস্থ জীবনযাপনের জন্য কী খাওয়া উচিত কীভাবে চলা উচিত। এমনকী নিজের এই জীবনদর্শন নিয়ে বইও লিখে ফেলেছেন তিনি। নাম- ‘রিপড অ্যাট ৫০: আ জার্নি টু সেল্ফ লাভ।’
4
8
তবে তাঁরই কিছু সাম্প্রতিক কাজের কথা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি তিনি দাবি করছেন, রোজ তিনি নিজের মূত্র নিজেই পান করেন। আর তাঁর এই কথাই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
5
8
ট্রয়ের দাবি, আজ থেকে না, বহু দিন ধরেই নাকি সকালে উঠেই নিজের মূত্র পান করেন তিনি। তাঁর কথায়, “এটা আপনাকে আপনার ভিতরের অবস্থার কথা জানান দেয়। মূত্রে স্টেম সেল, অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক থাকে। দিনের প্রথম প্রস্রাব পান করা মাত্র আপনি বুঝতে পারবেন শরীরে কোনও সমস্যা আছে কি না।”
6
8
শুধু প্রস্রাব পান করাই নয়, মূত্র গায়ে মাখেন বলেও দাবি করেছেন ট্রয়। তাঁর আরও দাবি, তিনি অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কেমোথেরাপিও ব্যর্থ হয়ে গিয়েছিল। তার পরেই তিনি এই প্রস্রাব ‘থেরাপি’ শুরু করেন। আর তাতেই নিরাময় হয় ক্যানসার।
7
8
এই প্রথম নয়, এর আগেও তিনি শিরোনামে এসেছেন আরও এক অপ্রচলিত উপাচার প্রচার করে। সেবার তিনি দাবি করেছিলেন, মলদ্বারে রোদ লাগালে শরীর ভাল থাকে।
8
8
যদিও বিষয়গুলির কোনও বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণ করতে পারেননি তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়েছে, মূত্র দেহের বর্জ্য পদার্থ। এতে বহু ধরনের ক্ষতিকর পদার্থ থাকে। যা পান করলে শরীরে বিষক্রিয়া ও সংক্রমণ হতে পারে।