A look at how India won the second World Cup on 2nd April 2011 A look at how India won the second World Cup on 2nd April 2011

ফিরে দেখা ১৪ বছরে আগের বিশ্বজয়ের রাত

img

১৪ বছর আগে এই দিনে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ভারত। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশকে বিশ্বকাপ দেন এমএস ধোনি। ফাইনালে তারকাখচিত শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইতিহাস রচনা করে।

img

বিরাট কোহলির প্রথম বিশ্বকাপ শতরান থেকে ধোনির ম্যাচ জেতানো ছয়। সবকিছু মানুষের মনে এখনও গেঁথে। নিজের ষষ্ঠ বিশ্বকাপে বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয় শচীন তেন্ডুলকরের। তারপর ভারতের পতাকা নিয়ে সতীর্থদের কাঁধে চেপে ওয়াংখেড়ে পরিদর্শন করেন। এটা বিশ্বকাপের অন্যতম সেরা মুহূর্ত।

img

বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। শতরান করেন বিরাট কোহলি। ৪ উইকেটে ৩৭০ রানের বিশাল স্কোর খাড়া করে ভারত। চার উইকেট নেন মুনাফ প্যাটেল। ৮৭ রানে প্রথম ম্যাচ জেতে ধোনিরা।

img

চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ ৮০ রানে জেতে ভারত। ম্যাচ জেতানো ইনিংস খেলেন যুবরাজ সিং। প্রথমে ব্যাট করে ১২৩ বলে ১১৩ রান করেন স্টাইলিশ ব্যাটার। বল হাতেও জোড়া উইকেট তুলে নেন যুবি।

img

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় ভারত। আহমেদাবাদে অজিদের ২৬০ রানে আটকে রাখে। রবিচন্দ্রন অশ্বিন, জাহির খান, যুবরাজ সিং নিজেদের মধ্যে ছয় উইকেট ভাগ করে নেয়। রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেন যুবরাজ। ১৪ বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত।

img

পাকিস্তানের বিরুদ্ধে না জিতলে ভারতের বিশ্বকাপ জয়ের যাত্রা সম্পূর্ণ হত না। মোহালিতে ২৯ রানে চিরশত্রুদের হারায় টিম ইন্ডিয়া। ৮৫ রান করে ম্যাচের সেরা হন শচীন তেন্ডুলকর।‌ ২৩১ রানে পাকিস্তানকে অলআউট করে দেয় ভারতীয় বোলাররা।

img

২ এপ্রিল ওয়াংখেড়েতে ইতিহাস রচনা করে ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শতরান করেন মাহেলা জয়াবর্ধনে। ৬ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা।

img

রান তাড়া করতে নেমে শুরুটা নড়বড়ে হয়ে ভারতের। ইনিংসের দ্বিতীয় বলে আউট হন বীরেন্দ্র শেহবাগ। ১৮ রানে ফেরেন শচীন তেন্ডুলকর।‌ দলের ভীত শক্ত করেন গৌতম গম্ভীর। শেষে ধোনি ম্যাজিক। গম্ভীর-ধোনি জুটিতে ম্যাচে ফেরে ভারত। ৮৫ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন মাহি। ভারতীয় ক্রিকেটে যা একটি ল্যান্ডমার্ক মুহূর্ত হয়ে থাকবে।