Fashion: হাতে বোনা, হাতে আঁকা, হাতে রাঙানো... শারদ-সাজে হাতের ছোঁয়া

img

Pujo saree collection from Rong Milap Boutique in exclusive Aajkaal Fashion Shoot

img

সাদা ও ক্রিমের যুগলবন্দির হাতে বোনা তাঁতের জামদানিতে সেজেছে ডিম্পল। শাড়ির সবটা জুড়ে জরির মিনাকারি। পুরোদস্তুর সাবেক স্বাদের সাজ যাকে বলে!

img

শরীর জুড়ে লাল-কালো ত্রিভুজের ছড়াছড়ি। অন্য মেজাজে ডিম্পলও। হাতে বোনা তসর শাড়িতে হ্যান্ড ব্লক করা হয়েছে পুরোটাই।

img

সুমনার পিওর মালবেরি কাতান সিল্ক শাড়িতে শ্রীলঙ্কান বাটিকে ফুলের নকশা করা। এই ধরনের বাটিক সাধারণত ড্রেস বা র্যাম্প ওয়াকের পোশাকে দেখা যায়। তাকেই শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে অন্য রকম রঙে।

img

সুমনার কালার্ড মালবেরি কাতানে হাতে করা গুজরাতি কাজ। এই ধরনের শাড়িতে সাধারণত ডুয়াল টোন থাকে। এখানেও কফি মোকা শেডের শাড়িতে অফ হোয়াইট রঙে গুজরাতি নকশা।

img

সৌমিতা পরেছে আরেকটি ফিউশন শাড়ি। কাঁথাকাজের সঙ্গে গুজরাতি মিরর ওয়ার্কের যুগলবন্দিতে সেজেছে ডুয়াল টোনের হলুদ শাড়িতে। ব্যবহার হয়েছে তিন রকমের রং।

img

এভাবে হাতের ছোঁয়াতেই সাজে প্রাণের ছোঁয়া আনতে ভালবাসেন দুই বোন। শ্রীময়ীর কথায়, “আমরা দুই বোন এই ব্যুটিক চালাই একেবারে প্যাশনের জায়গা থেকেই। আমরা দু’জনেই কিন্তু অন্য পেশার মানুষ। হাতের কাজের শাড়ির একটা আলাদা মাধুর্য আছে। তাকেই ধরে রাখার চেষ্টায় আমাদের সব শাড়িই হাতে বোনা, হাতে কাজ করা। হাতেই করা হয় প্রিন্ট, পেন্ট বা এমব্রয়ডারি।”

img

মৃণ্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠেন প্রাণের পরশ পেয়ে। পুজোর সাজে হাতের ছোঁয়াও কি সেভাবেই এনে দেবে জীবনের স্পর্শ?