শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Book Fair: বসন্তে বইমেলা কলেজ স্কোয়ারে

Riya Patra | ০৬ মার্চ ২০২৪ ২০ : ১৩Riya Patra


রিয়া পাত্র 
 বসন্তে বইমেলা এই প্রথম, তাও আবার কলেজ স্ট্রিটের বুকে। ৬ মার্চ কলেজ স্কোয়ারে উদ্বোধন হল বসন্ত উৎসব ও বইমেলার। উদ্যোগে কলকাতা পুরসভার ৪০নম্বর ওয়ার্ড, সহযোগিতায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা। ইতিমধ্যে বইয়ের স্টল সাজিয়ে প্রস্তুত প্রকাশন সংস্থাগুলি। বুধবার 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়, ছিলেন সাহিত্যিক অমর মিত্র, বিনতা রায় চৌধুরী, সৈকত মুখোপাধ্যায়, জয়ন্ত দে, প্রচেত গুপ্ত, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সুকান্ত গঙ্গোপাধ্যায়, গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিদিব চট্টোপাধ্যায়ের স্মৃতিতে উঠে এল ২০১৩ সালের নববর্ষের বইমেলার কথা। মুখ্যমন্ত্রীর কথাতেই যে কলেজে স্ট্রিটে বইমেলার ভাবনা, সেকথাও জানান তিনি। বক্তব্যে জানিয়ে দিলেন, প্রতি বছরই হবে বসন্ত উৎসব ও বইমেলা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, যে যাই বলুন, তাঁর ব্যক্তিগত সমীক্ষা বলছে, দিনে দিনে বেড়েছে বইপড়া, বেড়েছে পাঠকের সংখ্যা। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বইমেলার সার্থকতার পিছনে গিল্ড, ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশু শেখর দের ভূমিকার কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বইমেলাকে প্রাধান্য তালিকার প্রথমে রাখেন বলেও উল্লেখ করেন তিনি।  মালা রায় দু" ধরনের বই ক্রেতার কথা উল্লেখ করেন। তাঁর মতে, এক ধরনের পাঠক, যাঁরা বই পড়তে বই কিনে থাকেন বারবার, আর এক ধরনের ক্রেতা, যাঁরা অন্যকে দেখাতে বাড়িতে সাজিয়ে রাখেন বই। বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পাঠকদের মনের কথা তুলে ধরলেন যেন। তিনি বলেন, বসন্ত উৎসবের সঙ্গে বইমেলার ভাবনার মতোই, বইমেলা হোক ঘনঘোর বর্ষায়, কিম্বা গ্রীষ্মে বা শরতে। বইমেলার শেষ দিনে বসন্ত উৎসবের জন্য ২৫০ জন শিশুকে রং-পিচকিরি-বই দেওয়া হবে। সামনের বছর ৫০০ শিশুকে রং পিচকিরি বই দেবেন বলে মঞ্চ থেকেই জানিয়ে দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ভরা কোটাল থেকে রক্ষা পেল না মুখ্যমন্ত্রীর বাড়িও, হুড়মুড়িয়ে ধুকল জল...

শুক্রবারেই অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, শনিবার থেকে চলবে আংশিক কর্মবিরতি...

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



03 24