বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মার্চ ২০২৪ ১৮ : ৪৯
কণ্ঠস্বরে ক্লান্তি চুঁইয়ে পড়ছে। ভাল করে কথা বলতে পারছেন না। রীতিমতো হাঁফাচ্ছেন। এই অবস্থাতেও তিনি একটাই মন্ত্র জপছেন, ‘শো মাস্ট গো অন’। সেই মন্ত্রের জোরেই হাসপাতলে বন্ড সই করেছেন। মনের জোরে ফের সেটে। ক্যামেরার মুখোমুখি রণজয় বিষ্ণু। জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে তিনি নায়ক ‘অনিকেত’। তাঁর অনুপস্থিতি মানেই শুট থমকে। একজন অভিনেতা কখনও মেনে নিতে পারেন? শুটের ফাঁকে আজকাল ডট ইনকে সেকথাই জানালেন রণজয়। কোনও রকমে থেমে থেমে বললেন, ‘‘শারীরিক-মানসিক দিক থেকে প্রচণ্ড চাপ যাচ্ছে। সবেতেই কেমন যেন বিরক্তি। কিচ্ছু ভাল লাগছে না। অনেক দিন ধরেই তাই সামাজিক মাধ্যমে নেই। সঙ্গে পরিশ্রম আছে। ভাল করে ঘুম হচ্ছে না বহু দিন। সব মিলিয়ে এতটা অসুস্থ।’’
আচমকা অসুস্থ রণজয় বিষ্ণু। খবর ছড়াতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। বিষ্ণু বলেছেন, ‘‘প্রেসার নেমে ৬০/৯০। যেটা থাকার কথা ৯০/১২০। আমি চট করে শুই না। কাজ মিটিয়ে তারপর বিশ্রাম নিই। মঙ্গলবার আর পারিনি। শুট করতে করতেই বসে পড়ি। সেটের সব কিছু ব্যবস্থা করেন।’’ এরপর বাড়ি ফেরার পথে বেশি অসুস্থ হয়ে পড়েন। আবাসনের নীচে মাথা ঘুরে পড়ে যান। জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে পড়শিরা তাঁকে নিয়ে যান হাসপাতালে। সেই রাত হাসপাতালেই ছিলেন। স্যালাইনও চলেছে। ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য জানিয়েছেন, রণজয়ের অসুস্থতার কথা পুরোপুরি জানেন না। কিন্তু সেটে তাঁর পর্দার নায়ককে দেখে বোঝার উপায় নেই।
রণজয় আরও বলেছেন, বেশ কিছুদিন ধরে মনের মধ্যে চাপচাপ বিরক্তি। কিচ্ছু ভাল লাগছে না তাঁর। সামাজিক মাধ্যমে যা দেখছেন তাতেই তাঁর অস্বস্তি বাড়ছে। ফলে, অনেক দিন ধরেই তিনি সামাজিক মাধ্যম এড়িয়ে চলছেন। এবং এক্ষুণি তাঁর ফেরার ইচ্ছে নেই। স্বীকার করেন, বিষাদ আর পরিশ্রমের সাঁড়াশি চাপে বিপর্যস্ত তিনি। তারই ছাপ পড়েছে শরীরে। এখনও ভাল করে দাঁড়াতে পারছেন না। বিশ্রাম নিয়ে নিয়ে শট দিচ্ছেন। দুটো দৃশ্যে অভিনয় করে বাড়ি ফিরে যাবেন। এদিকে চিকিৎসকেরা তাঁকে চিকিৎসার কারণে আরও কয়েক দিন সেখানে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নায়ক চাননি তাঁর জন্য কোনও ভাবে শুটিং ক্ষতিগ্রস্ত হোক। তাই তিনি ফের কাজে ফিরেছেন। তবে চিকিৎসকদের কথা দিয়েছেন, তিনি আর নিজের অযত্ন করবেন না।
নানান খবর
নানান খবর

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

প্রেম আর মৃত্যুর সীমান্ত একাকার করে সৃজিতের ছবির ঝলক উস্কে দিল রহস্য এবং আগ্রহ

‘সিকান্দর’ ফ্লপ, তাতে কী! এবার ‘পুষ্পা’র প্রযোজকের হাত ধরে নতুন অবতারে ফিরবেন সলমন?

'এখনও করণকে খুব ভালবাসি...'- প্রাক্তনকে ভুলতে না পারাই কি বরখা-ইন্দ্রনীলের বিচ্ছেদের কারণ?

রাজু-শ্যাম-বাবুভাই, সঙ্গে থাকছেন জন আব্রাহাম-ও? 'হেরা ফেরি ৩'র নয়া চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রিয়দর্শন

বিচ্ছেদ ভুলে ডান্স ফ্লোরে অভিষেক-ঐশ্বর্যা, বাবা-মার কাণ্ড দেখে কী করল আরাধ্যা?

দু'চোখে রহস্যের ছাপ, ঠিকরে বেরোচ্ছে কোন না বলা কথা? প্রকাশ্যে 'রক্তবীজ ২'-এ অঙ্কুশের প্রথম ঝলক

'আর কোনওদিন যেন এরকম সময় না আসে'-ইদে চোখে জল নিয়ে কী বললেন ক্যানসার আক্রান্ত হিনা খান?

গ্যালাক্সির ‘সিকান্দর’ এবার অন্যরকম, ঈদে ভক্তদের ‘বুলেটপ্রুফ’ সালাম জানালেন সলমন!

ক্রিকেট নাকি কেমিস্ট্রি? পাশের দেশের জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল চলার মাঝেই নয়া ইনিংস মালাইকার?

‘শোলে’-এর রিমেক করব! বড় ঘোষণা সলমনের, ধর্মেন্দ্রর ‘বীরু’র চরিত্রে এবার ‘টাইগার’?