রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Amrit Bharat: অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ফলক উন্মোচন করলেন রাজ্যপাল

Rajat Bose | ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ১৫Rajat Bose


মিল্টন সেন, হুগলি: সোমবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র রেল ইন্সটিটিউটে আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের। তৈরি করা হয় অনুষ্ঠান মঞ্চ। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্পচার করা হয় স্টেশন চত্বরে লাগানো একাধিক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। রাজ্যপালের আসাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছিল স্টেশন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান সংলগ্ন এলাকায় ছিল চন্দননগর কমিশনারেটের করা পুলিশি ব্যবস্থা। স্টেশন এবং সংলগ্ন এলাকায় ছিল পর্যাপ্ত রেল পুলিশ। স্পেশাল ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন পৌঁছে, সেখান থেকে পায়ে হেঁটে পৌনে ১১টা নাগাদ রাজ্যপাল পৌছন অনুষ্ঠান মঞ্চে। শুরুতেই রেল পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সংগীতের সুরে রাজ্যপালকে সংর্বধনা জানানো হয়। স্বাগত ভাষণ পরিবেশন করেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর। তার পরে হয় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১২ টা ২৫ নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে তিনি তুলে ধরেন দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেলের উন্নয়নের বিষয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর অমৃত ভারত রেল স্টেশনের ফলক উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সহ সিনিয়ার ডিসিএম রাহুল রঞ্জন এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। অমৃত ভারত প্রকল্পের অধীন জেলায় ব্যান্ডেল, চন্দননগর এবং ডানকুনি রেল স্টেশনের পরিকাঠামো বদল করা হবে। জেলায় তিন স্টেশনের পরিকাঠামো উন্নয়নে খরচ হবে ৩৪০.৪ কোটি টাকা। সোমবার ব্যান্ডেলে অনুষ্ঠিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গেছে, এই প্রকল্পের অধীন রাজ্যে মোট ১৭টি স্টেশনের পরিকাঠামো বদল হবে। একইসঙ্গে তৈরি হবে ৫৫৩টি স্টেশনে রোড ওভারব্রীজ ও আন্ডারপাস। বর্তমানে রাজ্যে মোট ৪,১০০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের কাজ চলছে। রাজ্যের চার রেল স্টেশন হাওড়া, আসানসোল, ব্যান্ডেল এবং কলকাতা টার্মিনালকে বিশ্বমানের গড়ে তুলতে ১৩,৮১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন একসঙ্গে দেশের ২১৩৯টি স্টেশনে এই অনুষ্ঠান হয়। রেল সূত্রে জানা গেছে, শুধুমাত্র ব্যান্ডেল স্টেশনকে বিশ্বমানের করে তুলতে খরচ বাবদ ৩০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশ্বমানের অত্যাধুনিক স্টেশনে উন্নীত করা হবে ব্যান্ডেল স্টেশনকে। সম্প্রতি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নন ইন্টারলকিং এর কাজ সম্পন্ন হয়েছে ব্যান্ডেলে। এদিন অনুষ্ঠান শেষ হয় সোয়া একটা নাগাদ। 

ছবি:‌ পার্থ রাহা‌




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 24