রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ২৯ অক্টোবর ২০২৩ ১১ : ১৪
প্রয়াত আমেরিকান অভিনেতা ম্যাথিউ পেরি। মাত্র ৫৪ বছর বয়সেই মৃত্যু হল তাঁর। কৌতুকশিল্পী হিসেবেও খ্যাত ছিলেন পেরি। তবে জনপ্রিয় এই অভিনেতা খুব তাড়াতাড়ি সকলে বিদায় জানিয়ে চলে গেলেন চিরনিদ্রায়। শনিবার বাড়ির স্নানঘরে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। চিকিত্সকরা ম্যাথিউ পেরিকে মৃত বলে ঘোষণা করেন। নব্বই দশকের জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিংয়ের ভূমিকায় দেখা গিয়েছিল ম্যাথু পেরিকে। বন্ধু ও প্রেমের মেল বন্ধনের মাধ্যমে অপরূপ অভিনয় করেছিলেন তিনি। ফ্রেন্ডস শুধু যে নব্বই দশকের দশর্কদের জন্য একটি মুখরোচক টেলিভিশন শো ছিল এমটা নয়। একুশ শতকেও ম্যাথিউ পেরির খ্যাতি ছিল ফ্রেন্ডস- এর জন্যই। আমেরিকান অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হলিউড ইন্ডাস্ট্রি।