রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ১৩ : ৫০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ঘোষণার মুহূর্ত থেকেই চর্চায় রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। নীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কপূর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।
রণবীর কপূরের রামায়ণ যাত্রা এবার ঢুকছে পরবর্তী অধ্যায়ে। নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ভাগের শুটিং শেষ। এবার ক্যামেরা ঘুরতে চলেছে দ্বিতীয় পর্বের দিকে— এবং তা শুরু হচ্ছে মে মাস থেকেই। পর্দায় রামের চরিত্রে ফিরছেন রণবীর, তবে আগের চেয়ে এবার কাহিনি আরও গাঢ়, আরও আবেগঘন।
এইমুহূর্তে রণবীর ব্যস্ত বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে, তবে আগামী মাস থেকে তাঁকে একসঙ্গে দু’টি ভারী প্রজেক্ট সামলাতে দেখা যেতে পারে। এর মধ্যেই মুম্বইয়ের ফিল্মসিটি স্টুডিওতে হয়ে গিয়েছে রামের লুক টেস্ট। কেন ফের লুক টেস্ট? আসলে, বনশালির ছবির লুকের জন্য অনেক্তাই ফিজিক্যাল ট্রান্সফর্মেশন করেছিলেন রণবীর। এইমুহূর্তে ঠিক রামায়ণ ছবিতে নিজের অভিনীত চরিত্রের লুকে কতটা মানানসই এখন তিনি, সেটাই একবার ঝালিয়ে দেখে নিলেন নির্মাতারা। সূত্রের খবর, দ্বিতীয় পর্বের গল্প আগের চেয়ে অনেক বেশি আবেগঘন। সেই অনুযায়ীই বদল আসছে রামের পোশাকে, হাঁটা চলা, এমনকী শরীরেও।”
আর এবার শুরু হচ্ছে রামায়ণের সবচেয়ে চর্চিত পর্ব—অশোকবন। সীতার বন্দি থাকার সময়, তাঁর মানসিক দুঃখ, রাবণের প্রলোভন, আর রামের জন্য অপেক্ষা—এই অধ্যায় নিয়ে হবে বড়সড় শুটিং শিডিউল। সেই অংশেই এবার শ্যুট করতে নামছেন সাই পল্লবী, যিনি অভিনয় করছেন সীতার ভূমিকায়। পাশাপাশি থাকছে দু’টি নতুন গান, সবটাই মে-জুনের মধ্যেই সেরে ফেলতে চাইছেন নির্মাতারা। শহরে বর্ষা নামার আগেই।
‘রামায়ণ’ ইতিমধ্যেই বলিউডে হয়ে উঠেছে এক বিরাট প্রজেক্ট। ছবির তারকা তালিকাই তার প্রমাণ— রামের ভূমিকায় রণবীর কাপুর, সাই পল্লবী সীতা, যশ হচ্ছেন রাবণ আর হনুমান হিসেবে থাকছেন সানি দেওল। এত বড় কাস্টিংয়ে স্বাভাবিক ভাবেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
এদিকে ‘বিভীষণ’-এর চরিত্রে নেওয়া হচ্ছিল জয়দীপ আহলাওয়াতকে। কিন্তু শেষমেশ ছবির শুটিং সিডিউল না মেলায় পিছিয়ে আসেন তিনি। আগেও এই চরিত্রের জন্য বিজয় সেতুপতির নাম উঠে এসেছিল, কিন্তু তাতেও হয়নি কিছু। মানে, রাবণের ভাই বিভীষণ এখনও অধরা। দুই পর্বে তৈরি হচ্ছে এই মহাকাব্যিক প্রজেক্ট। পরিকল্পনা—দীপাবলি ২০২৬ ও ২০২৭-এ মুক্তি পাবে ‘রামায়ণ’ পার্ট ১ এবং ২। বলিউডের ইতিহাসে এমন মাপের, এমন তারকাবহুল কাস্টিং এর আগে কখনও দেখা যায়নি। ফলে ‘রামায়ণ’ ঘিরে গরম বলিউড, উত্তেজিত ছবিপ্রেমী দর্শকও।
নানান খবর
নানান খবর

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

শরীর চাই, নাভি না দেখালে হিট নয়! মালবিকার মুখে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্ধ যৌনতার ছবি

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?