শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ১৬ এপ্রিল ২০২৫ ১৫ : ২২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই-এর নাম সুপারিশ করেছেন। আইন মন্ত্রকে পাঠানো এই নাম সুপারিশের ফলে বিচারপতি গবাই হতে চলেছেন দেশের ৫২তম প্রধান বিচারপতি।
তিনি আগামী ১৪ মে শপথ নিতে পারেন, কারণ প্রধান বিচারপতি খন্না ১৩ মে অবসর নেবেন। বিচারপতি গবাই প্রায় ছয় মাস এই পদে থাকবেন, কারণ তাঁর অবসর নির্ধারিত আছে নভেম্বর ২০২৫-এ।
২০০৭ সালে বিচারপতি কে.জি. বালাকৃষ্ণনের পর বিচারপতি গবাই হবেন দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে তাঁর সময়কালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ রায়ে অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছে ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধতা দেওয়া এবং নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করা।
১৯৮৫ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা বিচারপতি গবাই ২০০৩ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টে উন্নীত হন।
তাঁর এই নিয়োগ ভারতের বিচার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে বলে ধারণা করা হচ্ছে।