মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | পিচবোর্ডের প্রতিমা, পুরোহিত আসনে প্রমীলাগণ, বিদ্যার দেবী আরাধিত ব্রিটেনে সর্বত্র

Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ২২Kaushik Roy





তমালিকা বসু, লন্ডন: হাতেখড়ি, হলুদ শাড়ি, পাঞ্জাবি-ধুতি, খিচুড়ি ভোগ, কুলের চাটনি- কলকাতা আর লন্ডনের সরস্বতী পুজোয় কোনো ফারাক নেই। শুধু দিনের তফাৎ, ভারতবর্ষে যখন মানুষ সরস্বতী ও ভ্যালেন্টাইন উৎসবে মুখর তখন, লন্ডন ও ব্রিটেনে এই পুজোর স্বাদ নিতে অপেক্ষা করতে হচ্ছে সপ্তাহান্ত পর্যন্ত। আগামী শনি ও রবিবার লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। কয়েক জায়গায় আয়োজকরা গত শনি ও রবিবার পুজো সেরে নিয়েছেন। মোটামুটি সব পুজোতেই বাসন্তি রংয়ের গাঁদার মালায় সুসজ্জিত ছিলেন দেবী। তবে প্রতিমার দিক থেকে সৃষ্টিশীল মনোভাব দেখিয়েছেন পুজো কর্তারা। যেমন লন্ডনের হ্যারোতে আয়োজিত সরস্বতী বন্দনার পুরোধা ছিল তথ্যপ্রযুক্তিতে কাজ করা কয়েকটি বাঙালি পরিবার। তাদের অন্যতম সদস্য রাজীব সাহার হাতে আঁকা শ্বেতশুভ্র দেবী সরস্বতীর ছবি ফ্রেমে বাঁধিয়ে পুজো হয়। কোনো পুরোহিত নয়, পরিবারগুলির মহিলা সদস্যরা মিলে দেবীর আরাধনা করেন, সরস্বতী মন্ত্র, মঙ্গলারতি, পুষ্পাঞ্জলি, শান্তির জল সবই হয় নিয়ম মেনে।




অন্যদিকে, আগামী শনিবার ইংল্যান্ডের সাদাম্পটনে পুজো করবে সাদাম্পটন বাঙালি সাংস্কৃতিক সংগঠন। এখানেও ডজনখানেক তথ্যপ্রযুক্তি কর্মী ও তাদের পরিবার পুজোর মূল উদ্যোক্তা। তাদের অন্যতম সদস্য ও প্রতিমা শিল্পী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। পিচবোর্ড, কাগজ, বাচ্চাদের খেলার ক্লে মডেল ও প্রভৃতি হাতের কাজের সামগ্রী দিয়ে তিন ফুট উচ্চতার প্রতিমা বানিয়েছেন তিনি। এর পর তাতে রং করা হবে, বসানো হবে পরচুলা এবং পরানো হবে শাড়ি। প্রিয়াঙ্কার প্রতিমা দেখে বোঝার জো নেই এটি মাটির প্রতিমা নয়। হাতে বানানো প্রতিমার গায়ের গয়নাও একদম চোখ ধাঁধানো।


সাদাম্পটনের এই পুজোর দায়িত্বে রয়েছেন পুরোহিত কৌশিক চক্রবর্তী। সংগঠনের অন্যতম মুখ্য সদস্য অয়ন মুখোপাধ্যায় জানান, ‘কলকাতার মৃৎ শিল্পীদের প্রতিমার কোনো তুলনা নেই কিন্তু দেশ থেকে এতদূর সবসময় ঠাকুর আনা কঠিন হয়ে যায়। বিশেষ করে পকেটের দিক থেকে। আমাদের প্রতিমা তৈরিতে আমরা যত সম্ভব জৈব পদার্থ রাখা ও প্লাস্টিক বর্জনের কথা মাথায় রেখেছি। আমরা শুধু সরস্বতী নয়, গত বছর লক্ষ্মী পুজোয় পিচবোর্ডের প্রতিমা বানিয়েছি। সেই সঙ্গে ডাকের সাজের মতো ঠাকুর মুকুট ও গয়না বানিয়েছি।’ সাদাম্পটনের এই সরস্বতী পুজো এবছর তৃতীয় বছরে পা দিল। ঠাকুর মূর্তি মূলত বড়রা তৈরি করলেও, প্যান্ডেলের সজ্জা কিন্তু ছোটদের হাত দিয়ে হয়। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এ বছর তাদের প্যান্ডেলে প্রতিমার পিছনে ইংরেজি ও বাংলা অক্ষর দিয়ে মন্ডপসজ্জা হবে। এখানে বেড়ে ওঠা প্রজন্মকে বড়দের ফেলে আসা শৈশবের এক ঝলক দেখাতেই এই প্রচেষ্টা।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল উল্কা! আঘাত হানতে পারে চলতি সপ্তাহেই, সতর্ক করে দিল নাসা...

ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা, এবার গুলি চলল প্রাক্তন প্রেসিডেন্টের গল্ফ ক্লাবে ...

জিন্নাহর মৃত্যুদিবসে উর্দুতে গান, কোনপথে বাংলাদেশ? ...

পৃথিবীর বিষাক্ত সাপেদের ডেরা এখানে, ভুল করেও পা দেবেন না ...

ভেসে গেল গ্রামের পর গ্রাম, ভেঙে পড়েছে ৬৫ হাজার বাড়ি, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যুমিছিল মায়ানমারে...

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, প্রবল ঝড়ের মুখে চরম প্রস্তুতি নিচ্ছে চিন...

মহাকাশ থেকে এমন কী করতে চলেছেন সুনীতা উইলিয়ামস যা বিশ্বকে চমকে দেবে...

সামাজিক মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন, এটি প্রতারণার নয়া জাল হতে পারে ...

অসুস্থ মালিকের অ্যাম্বুলেন্সের পিছনে ছুটল তাঁর প্রিয় পোষ্য,প্রভুভক্তির নয়া নজির...

জীবিত লাদেনের ছেলে, ফিরে এলেন বাবার মৃত্যুর বদলা নিতে? ...

ঘরে বন্ধ করে রেখেছে, দেশে ফেরান, বিদেশের মাটিতে কাঁদতে কাঁদতে বললেন নির্যাতিতা ...

আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার, কেন ইতিহাসের পাতায় অশুভ ...

সামাজিক মাধ্যমে কী আপনার শিশুর আসক্তি বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা...

নতুন কোন বিবর্তনের পথে পৃথিবী, বিস্ময়ে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা ...

গবেষণাগারে কোন নতুন ভ্যাকসিন তৈরি করছেন চিনা বিজ্ঞানীরা, শুনলে চমকে যাবেন...

এমন ঝড় ৩০ বছরে দেখা যায়নি, কী ভয়াল রূপ ইয়াগির, দেখলে শিউরে উঠবেন ...

বিয়ের আগেই অন্য পুরুষের সঙ্গে রাত্রিবাস, কোথাকার জনজাতির এই ধরণের বিয়ের নিয়ম ...



সোশ্যাল মিডিয়া



02 24