আজকাল ওয়েবডেস্ক: মানুষের সঙ্গে কুকুরের বন্ধন চিরদিনের। মহাভারতের সময় থেকেই এই বন্ধন চলে আসছে। স্বর্গের পথে যুধিষ্ঠিরের শেষ সঙ্গী হয়েছিল একটি কুকুর। তাহলে বোঝাই যাচ্ছে মানুষের সঙ্গে কুকুরের বন্ধন কতটা গভীর। সমগ্র প্রাণীজাতির মধ্যে কুকুরের সঙ্গেই মানুষের সখ্যতা সবথেকে বেশি।
মালিকের প্রতি একটি কুকুরের যে ভালবাসা এবং দায়বদ্ধতা থাকে সেটা অন্য কারও সঙ্গে থাকে না। মানুষের আবেগকে সবথেকে ভাল বুঝতে পারে কুকুর। সেইমত নিজের মালিককে খুশি করার চেষ্টা করে সে। বিজ্ঞানীরাও একমত কুকুর বরাবরই মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। ফলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনওদিনই প্রশ্ন ওঠে না।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে মালিক অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন। অ্যাম্বুলেন্সের পিছনে ছুটে চলেছে তার প্রিয় কুকুরটিও। এরপর অ্যাম্বুলেন্সের চালক সেই ছবি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলে দিতেই সোজা তার মালিকের কাছে ভিতরে ঢুকে যায় সেই কুকুরটি। এই ছবি ইতিমধ্যেই ৮ মিলিয়ন মানুষ দেখেছে। অ্যাম্বুলেন্সের পিছনে থাকা এক বাইক আরোহী গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেছে।
এর থেকেই ফের একবার কুকুরের প্রভুভক্তি নিয়ে নতুন উদাহরণ তৈরি হল। এখানে অ্যাম্বুলেন্স চালককেও সকলে বাহবা দিয়েছে। পরে জানা গিয়েছে হাসপাতাল পর্যন্তও মালিকের সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষ্যটি। কুকুরের মধ্যে যে দায়বদ্ধতা এবং ভালবাসা রয়েছে তা ফের একবার প্রমাণিত হল বিশ্ববাসীর কাছে।
