আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা। এবার গুলি চলল ট্রাম্পের গল্ফ ক্লাবে। রবিবার এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। তবে এবার তাঁর শরীরে কোথাও গুলি লাগেনি। তিনি নিরাপদেই আছেন। ট্রাম্পের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ ফ্লোরিডায় গল্ফ ক্লাবে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচমকা গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে সিক্রেট সার্ভিস। ট্রাম্পের থেকে খানিকটা দূরেই বন্দুক হাতে এক প্রৌঢ়কে দেখতে পায় তারা। দেখামাত্র তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বন্দুক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, কিছুক্ষণের মধ্যেই ৫৮ বছরের অভিযুক্তকে গ্রেপ্তার করে সিক্রেট সার্ভিস। 

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃতের নাম, রায়ান ওয়েসলি। গুলি চালানোর সময় ট্রাম্পের থেকে ২৭৫ থেকে ৪৫০ মিটার দূরে ছিল রায়ান। চারবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সে। তার গ্রেপ্তারির পর ঝোঁপ থেকে একটি একে৪৭ পাওয়া গিয়েছে। 

 

প্রসঙ্গত, কয়েক মাস আগেই পেনসিলভেনিয়ায় মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্পের উপর হামলা হয়। ভরা সভায় তাঁকে গুলি করা হয়েছিল। গুলি লেগেছিল কানে। রক্তাক্ত হয়েছিলেন তিনি। নির্বাচনের মুখে আবারও হামলা হল। তবে এবার তিনি নিরাপদে আছেন। হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন শুনে তাঁরা চিন্তামুক্ত আছেন। ট্রাম্পের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন বাইডেন।