
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ব্যবসা বাড়লো বন্ধন ব্যাঙ্কের। ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের ব্যবসার ১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। যা টাকার অঙ্কে ২.৩৩ লক্ষ কোটি। শুক্রবার ২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে ব্যাঙ্কের তরফে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত ১৫ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। এইমুহুর্তে ব্যাঙ্কের মোট আমানত ১.১৭ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, "বহুবছর ধরেই তৃতীয় ত্রৈমাসিকটা আমাদের ব্যাঙ্কের জন্য বৃদ্ধির পর্ব।" এদিন বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের মোট আমানতের মধ্যে খুচরো বা রিটেইল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ।
একদিকে যেমন আমানতের পরিমাণ বেড়েছে তেমনি এই ত্রৈমাসিকে গোটা দেশে ব্যাঙ্ক ২৬টি নতুন শাখা চালু করেছে। এইমুহুর্তে গোটা দেশে তাদের ৬২৫০টির বেশি "আউটলেট"-এর মাধ্যমে ৩ কোটি ২৬ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে। গোটা দেশে ৭৫,০০০-এর বেশি কর্মচারী ব্যাঙ্কে কর্মরত আছেন।
এর পাশাপাশি ব্যাঙ্কর কোর ব্যাঙ্কিং সিস্টেম আপগ্রেড করা হয়েছে। এমডি এবং সিইও বলেন, "এই ত্রৈমাসিকের শুরুতে আমরা কোর ব্যাঙ্কিং সিস্টেম বা সিবিএস আপগ্রেড করেছি। এই নতুন সিস্টেম-এর সঙ্গে আমরা আরও ভালো ব্যবসা পাওয়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী। ব্যাঙ্ক সমস্ত গ্রাহককে তাঁদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য ও পরিষেবা জোগাতে বদ্ধপরিকর। এর পাশাপাশি আমরা দেশজুড়ে আরও বেশি মানুষের কাছে সক্রিয়ভাবে পৌঁছনোর ও আমাদের বিতরণ ব্যবস্থা আরও সম্প্রসারণ করার পথগুলির মূল্যায়ন করতে থাকব।"
ইতিমধ্যেই নতুন নতুন ক্ষেত্রে ব্যবসা বাড়াতে এগিয়ে এসেছে বন্ধন ব্যাঙ্ক।
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক
ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও