মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Rakesh Sharma: মহানগরের নাগালে মহাকাশ, উদ্বোধনে শহরে রাকেশ শর্মা

Pallabi Ghosh | ২৭ অক্টোবর ২০২৩ ১৩ : ৫৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ১৯৮৪–র ৩ এপ্রিল। সোভিয়েত ইন্টারকোসমস প্রোগ্রামের অংশ হিসেবে সয়ুজ টি ১১ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতের একমাত্র মহাকাশচারী ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। তাঁর হাত ধরেই ভারতের মহাকাশ অভিযানের মুকুটে জুড়ে গিয়েছিল নতুন সাফল্যের পালক। তারপর দীর্ঘ প্রায় চার দশক রাকেশ চলে গিয়েছিলেন অন্তরালে। ভারতের চন্দ্রযান ৩ মিশনের হাত ধরে দীর্ঘ ‘‌নির্বাসন’‌ কাটিয়ে ফের আলোয় এসে দাঁড়িয়েছেন ভারতের মহাকাশ অভিযানের এই কিংবদন্তি। আর শুক্রবার তাঁর হাত দিয়েই কলকাতায় উদ্বোধন হল ভারতের প্রথম মহাকাশ সংগ্রহশালা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স–এর। এদিন সকাল থেকেই ইএম বাইপাস সংলগ্ন বড়খোলা নেতাই নগরে ছিল উৎসুক মানুষজনের ভিড়, সংবাদ মাধ্যমের কর্মীদের তৎপরতা আর কয়েকশো স্কুল–কলেজ পড়ুয়ার আনাগোনা। ৩৭ হাজার বর্গফুট জমির একাংশে গড়ে উঠেছে আইসিএসপি–র বিরাট পাঁচতলা বাড়ি। যার একতলাটা হয়ে উঠেছে মহাকাশ সংগ্রহশালা। কী নেই সেখানে?‌ চাঁদের মাটি, মঙ্গলের কাঁকড়, উল্কাখণ্ড, অ্যাপেলো ১১–এর রেপ্লিকা, টেলিস্কোপ, গ্রহাণুর ধ্বংসাবশেষ.‌.। মূল অনুষ্ঠান শুরুর আগে সংগ্রহশালাটি ঘুরে দেখেন রাকেশ শর্মা। সঙ্গে ছিলেন আইসিএসপি–র ডিরেক্টর ড.‌ সন্দীপ চক্রবর্তী, মন্ত্রী ব্রাত্য বসু প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে রাকেশ শর্মা মঞ্চে উঠতেই প্রেক্ষাগৃহ ফেটে পড়ে হাততালিতে। বললেন, মহাকাশ গবেষণায় ভারতের এই উন্নতি তাঁকে আপ্লুত করেছে। এই বিশাল ব্রহ্মান্ড সম্পর্কে নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে এ ধরণের সংগ্রহশালার কোনও বিকল্প নেই। কারণ, যত দিন যাবে মহাকাশ সম্পর্কে আগ্রহ ততই বাড়বে। তাঁর ভবিষ্যতবাণী, আগামীতে ভারত মহাকাশ বিজ্ঞানের দুনিয়ার অন্যতম চালিকাশক্তি হয়ে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ক্যালিফর্নিয়া থেকে উপস্থিত ছিলেন নাসার মহাকাশচারী ড.‌ জন গ্রুয়েন্সফেল্ড। বললেন, মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতি তাঁকে বিস্মিত করছে। ভার্চুয়াল মাধ্যমেই উপস্থিত ছিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী ড.‌ পি লেরেন্টও। ব্রাত্য বসু বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের ছেলেমেয়েদের মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এধরণের উদ্যোগকে সবসময় সমর্থন করেন। এই সংস্থাটি গড়ে তোলার জন্য রাজ্য সরকার ৪০ লক্ষ টাকা অনুদান দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ইসরোর বিজ্ঞানী তথা চন্দ্রযান ৩ অভিযানে অন্যতম কারিগর ড.‌ অনুজ নন্দী, ইসরোর প্রাক্তন ডিরেক্টর ড.‌ এস সি চক্রবর্তী, প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, মুখ্য সচিব মণীশ জৈন প্রমুখ। আর পুরো অনুষ্ঠানটির সঙ্গে ওতোপ্রতোভাবে জুড়ে ছিলেন ডিরেক্টর ড.‌ সন্দীপ চক্রবর্তী। কারণ, এই সংগ্রহশালাটি যে তাঁর বহু বছরের স্বপ্নের ফসল। যার জন্য নিজের সারা জীবনের উপার্জন এবং সঞ্চয়ের একটা অংশও খরচ করে দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই সংগ্রহশালার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি সংগ্রহ করে এনেছেন মহাকাশ সম্পর্কিত একাধিক দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য জিনিসপত্র।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...

বিশ্বকর্মা পুজোর দিন কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি ...

ফের খাস কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১...

তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিংয়ে অনড় চিকিৎসকরা, হল না বৈঠক ...

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...

সঞ্জয় রাজি নয়, তাই নারকো টেষ্টের আবেদন খারিজ করল‌ আদালত ...

‘জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক’, তৃণমূলকে ভিলেন বানানোর চেষ্টা বলে দাবি করলেন কুণাল...

সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু, ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার ...

বেলঘড়িয়ায় ডেলিভারি সংস্থার কর্মীদের ওপর হামলা , মাথা ফাটল ৩ জনের, গুরুতর আহত আরও ৩ ...

স্কুলের উদ্দেশে বেরিয়েছিল, আচমকা অসুস্থ ৪ বছরের খুদে, হাসপাতালে মৃত ঘোষণা ...



সোশ্যাল মিডিয়া



10 23