রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata Book Fair: ‌বিশ্বে এক নম্বর হবে কলকাতা বইমেলা, উদ্বোধনের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Rajat Bose | ১৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ২৭Rajat Bose


কৌশিক রায়:‌ কলকাতা বইমেলা একদিন বিশ্বে এক নম্বর হবে। বৃহস্পতিবার ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‌প্রথম যখন কলকাতা বইমেলা শুরু হয় তখন একটা স্টলের সঙ্গে আর একটা স্টল গায়ে লেগে থাকত। আর এখন বইমেলা নিজস্ব জায়গা খুঁজে পেয়েছে। এক একটা স্টল সুন্দর করে সাজানো, বিভাজন দেখে আমি অভিভূত।’‌ এবার বইমেলার ফোকাল থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস, ভারতে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অ্যালিসন ব্যারেট। তাঁদের ধন্যবাদ জানান মমতা। বলেন, ‘‌লন্ডন শুধু ওদের নয় আমাদেরও শহর। ইংল্যান্ড গিয়ে কোনোদিন গাড়ি ব্যবহার করিনি। হেঁটে হেঁটে ঘুরেছি। ওখানকার সব রাস্তার নাম জানি। সামনের জুন মাসে আবার যাওয়ার কথা রয়েছে। ইংল্যান্ড আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে। ওদের সাহিত্য, শিল্প আমাদের দেশকে অনেক উন্নত করেছে।’‌ 

এদিন বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকে ব্রিটিশ কাউন্সিল প্যাভিলিয়নের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন জাগো বাংলা এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্টলও। সাহিত্যিক বাণী বসুর হাতে সৃষ্টি সম্মান তুলে দেন তিনি। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকে বেশ কয়েকটি বই উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর। লহ প্রণাম ছড়ায় ছড়ায় দ্বিতীয় খণ্ড, তৃণমূল স্তরে তৃণমূলের জয়, ফেস্টিভ্যালস ফর অল, উৎসব সবার, কবিতাবিতানের ইংরাজি অনুবাদ, হেরিটেজ অফ বেঙ্গল, কবিতাবিতানের নতুন সংস্করণ। বইমেলার মঞ্চ থেকে ভার্চুয়ালি সেন্টার অফ এক্সেলেন্স অন ডেটা এন্ড মেশিন লার্নিংয়ের উদ্বোধন করেন মমতা।


মুখ্যমন্ত্রীর হাত ধরে নিজস্ব প্রাঙ্গণ পেয়েছে বইমেলা। সেই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে এদিন গিল্ডের জন্য আর একটি জমি দেওয়ার অনুরোধ জানান সংস্থার সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যদি গিল্ডের জন্য একটু জমি দেওয়া যায়। আমরা সেখানে লাইব্রেরি, আর্কাইভ গড়তে চাই।’‌ এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী, সুখেন্দুশেখর রায়, মালা রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, হুগলির ছাত্রছাত্রীরা।




নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া