বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: টলিউডের অন্দরে-বাইরে বিয়ের মরশুম! এবার বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা?

উপালি মুখোপাধ্যায় | ১১ জানুয়ারী ২০২৪ ১৩ : ২১


বৃহস্পতিবার, সদ্য নতুন বছরের উদযাপন গিয়েছে। আজকাল টেলিভিশনের পক্ষ থেকে উপালি মুখোপাধ্যায় হাজির স্টার জলসার টাটকা ধারাবাহিক ‘কথা’র সেটে। 

কেন? যাবতীয় ঝগড়া মিটিয়ে ‘গোবর দেবী’ থুড়ি ‘কথা’ আর ‘এভি’ ওরফে ‘অগ্নিভ গুহ’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে! অনুঘটক অগ্নিভর দাদু। বিয়ের সানাই বাজার আগেই লাল-সাদা রঙে বাড়ি মোড়া। রান্নাঘরের টাইলস থেকে দরজা-জানালার পর্দা... এমনই মিলিজুলিতে তৈরি। শুট শুরু হব হব করছে। সেট শুনশান। ক্যামেরাম্যান লাইট দেখে নিচ্ছেন। এমন পরিবেশে পা রাখলেন সাহেব ওরফে ‘অগ্নিভ’...



সেটে সুযোগ পাচ্ছি... রাঁধছি

কেউ জানতেন সাহেব ভট্টাচার্য রাঁধতে ভালবাসেন? এবং রাঁধতে পারেন! ধারাবাহিকে তিনি তারকা শেফ। এতদিনে সবার জানা। নববর্ষে সেটের সবাইকে কেক বানিয়ে খাওয়ালেন? প্রশ্ন রাখতেই হেসে ফেলে আত্মসমর্পণ, ‘‘সেটে সেই সুযোগ পাইনি। তার উপরে পয়লা জানুয়ারি ছুটি। বাড়িতে সেই শখ মিটিয়েছি। বন্ধুরা মিলে বার-বি-কিউ করেছিলাম।’’ সাহেবের ছোটপর্দায় কাজ শুরু স্টার জলসায়। ঋতুপর্ণ ঘোষের ‘তাহার নামটি রঞ্জনা’ ছাড়াও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। কথা পাড়তেই খেই ধরিয়ে দিলেন অভিনেতা, ‘‘ধারাবাহিক ‘বন্ধন’ দিয়ে যাত্রা শুরু। নীড় ভাঙা ঝড়-এও কাজ করেছি। অনেক বছর পরে আবারও একই চ্যানেলে। মনে হচ্ছে বৃত্ত সম্পূর্ণ হল। এই চ্যানেলে আমার প্রথম ধারাবাহিক’’। চরিত্র নিয়েও সন্তুষ্ট তিনি। জানালেন, পর্দার সঙ্গে তাঁর জীবনের অনেক মিল। তাঁর বাড়িতেও ভাই-বোনদের বড় গ্যাং আছে। সাহেবের বাবা প্রখ্যাত কোচ-ফুটবলার সুব্রত ভট্টাচার্য বেশ গোঁড়া। এবং বড় হয়ে যাওয়ার পরেও মাকে চোখে হারান জনপ্রিয় নায়ক।

তবে ধারাবাহিকে প্রত্যাবর্তনের আগে সাহেবের মনে সামান্য ভয় ছিল। লম্বা লম্বা সংলাপ মুখস্থ করে বলতে হবে। পারবেন তো? সেই ভয় দু’দিন যেতেই কেটেছে। ভরসা জুগিয়েছে দর্শকদের প্রত্যাশা। অনেক দিন ধরেই তাঁদের আবদার, কবে পর্দায় ফিরবেন তিনি? ধারাবাহিকের মতোই সুস্মিতার সঙ্গে ক্রমশ ভাব হয়েছে। এবং অনেক দিন পরে ফিরে দেখছেন, এই প্রজন্ম প্রচণ্ড প্রফেশনাল! তবে অবসরে সেটের আড্ডা কিন্তু বদলায়নি। দুটো দৃশ্যের ফাঁকে সময় পেলেই স্টুডিও চত্বরে আড্ডা দেন ধারাবাহিকের ১৪ জনের টিম।

সেটে অঘটন মানেই ধারাবাহিক সফল!

অঘটন ছাড়া সুস্মিতা? হতেই পারে না। প্রথম ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। সেখান থেকে শুরু। পায়ে চোট পেয়ে কী কাণ্ড! নায়িকার সেই ধারা অব্যাহত। নতুন সেটে কী ঘটিয়েছেন? ‘‘আর বলবেন না, ভারী ভারী বই নিয়ে হেঁটে আসার দৃশ্য। নিয়ে আসছি। বিপরীতে সাহেবদা। হঠাৎ ধাক্কা খেয়ে বইয়ের গুঁতো ঠোঁটে! দেখতে দেখতে ফুলে গেল। আমি তো ‘বাবা রে... মা রে’ করছি। সাহেবদা দৌড়ে এসেছে। যাই হোক, সামলে নিয়েছি।’’ নায়িকার দাবি, সেটে অঘটন মানেই ধারাবাহিক সফল!

তবে একদম অন্যরকম চরিত্র পেয়ে খুব খুশি তিনি। কথা ঘরোয়া, পড়াশোনায় ভাল মেয়ে। গাছপাগল। নিজের হাতে গোবর দিয়ে সার বানায়। বাস্তবে? তিনিও গাছ ভালবাসেন। ঠাম্মির গাছে ফুল দেখলেই নায়িকা খুব খুশি। অভিনয় করতে এসে শেষে গোবর ঘাঁটতে হল? শুনেই তীব্র প্রতিবাদ, ‘‘মোটেই না!’’ তারপর ফিসফিসিয়ে ফাঁস, সত্যিকারের গোবর অনেকটা মাটি মিশিয়ে দেওয়া হয়। ফলে, সমস্যা হয়নি তাঁর। তবে গোবর দেবী নামটা তাঁকে খুব মজা দিয়েছে। বিশেষ করে রাস্তায় যখন এক বাচ্চা ছেলে মাকে ডেকে দেখিয়ে বলেছে, মা, ওই দ্যাখো ‘গোবর দেবী’।

আস্তে আস্তে ভিড় বাড়ছে সেটে। সুমন্ত মুখোপাধ্যায়, তনুকা চট্টোপাধ্যায় হাজির। অগ্নিভর দাদুর শোওয়ার ঘরের দৃশ্য টেক হবে। পরিপাটি পালঙ্কের উপরে নাতিকে নিয়ে দাদু (সুমন্ত) আর ঠাম্মি (তনুকা) বসে। শট বুঝতে বুঝতেই খুনসুটি। দাদু কথাকলিকে অগ্নিভর জন্য পছন্দ করে ফেলেছেন। সে কথা জানাবেন স্ত্রীকে। পর্দায় বিয়ে হচ্ছে। বাস্তবে কবে পিঁড়ি ঘুরবেন সাহেব? প্রশ্ন রাখতেই অকপট, ‘‘অনেক খুঁজেছি। পাইনি। মনে হয়ে কেউ তৈরিই হয়নি। আপনারাই বরং চেষ্টা করে দেখুন।’’



সুস্মিতার অবশ্য পর্দায় তিনবার বিয়ে... বলতেই চওড়া হেসে ঘাড়ে কাত করলেন। কোন বরটা বেশি ভাল? ইশারায় সাহেবের দিকে দেখিয়ে বুঝিয়ে দিলেন, আপাতত ১ নম্বর!

ছবি: বিপ্লব মৈত্র








বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আরিয়ানের ‘দ্য বা**ডস অব বলিউড’-এ মুখ্যচরিত্রে দেখা যাবে করণ জোহরের নায়ককেই? ...

Breaking: বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ ফুটিয়ে তুলবেন ইন্দ্রজিৎ-তৃণা, কতটা জমবে টলিপাড়ায় নতুন জুটির রসায়ন?...

মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের...

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...

আমিরের ছেলেকে নাচ শেখাতে গিয়ে কী দশা হয়েছিল ফারহার? 'লভইয়াপ্পা'র শুটিং ফ্লোরের গোপন তথ্য ফাঁস করলেন জুনেইদ...

Exclusive: লর্ডসে না খেললে যেমন কুলীন ক্রিকেটার হওয়া যায় না, কলকাতায় পারফর্ম না করলে সেরা শিল্পী হওয়া যায় না: পরেশ রাওয়া...

বহুদিন আগেই আলাদা হয়েছে দু'জনের পথ, প্রাক্তন স্ত্রীর হাতের রান্না খেয়ে ফের প্রেমে পড়লেন যুবক! ...

ফের পর্দায় রোম্যান্সে মজবেন অভিতাভ-রেখা? জয়ার সামনেই ফের 'সিলসিলা'য় মাতবেন 'বিগ বি'!...

বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া থেকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! এই নায়িকার বাস্তব জীবনের কাছে হার মানবে হিন্দি সিরিজও ...

বাংলা বাঁচাতে জিতের সঙ্গী মিঠুন-পুত্র মিমো, চমকে ভরা 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক...

‘আশিকি ৩’ থেকে তৃপ্তির বাদ পড়ার নেপথ্যে পর্দায় ঘন ঘন যৌনদৃশ্যে অভিনয়? ফাঁস অনুরাগ বসুর...

হামলার পর প্রথমবার লাইম লাইটে ফিরলেন সইফ! কোনও নিরাপত্তা ছাড়াই কোথায় গেলেন অভিনেতা?...

‘...শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে’, এবারের সরস্বতী পুজো সোনু নিগমের ‘জীবনের অন্যতম কঠিন দিন’! কিন্তু কেন ?...

জল্পনা সরিয়ে বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা! প্রকাশ্যে জুটির শুভ মুহূর্তের ছবি...



সোশ্যাল মিডিয়া



01 24